কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
লক্ষী পূজার দিন বিকালে খুঁটি পুজা হল রাজদূত ব্যায়ামাগারের। কাঁথির ক্যানেল পাড়ের এই সার্বজনীন শ্যামা পুজা কমিটি শহরের অন্যতম প্রাচীন পুজা কমিটি।
এবার ৫৮তম বর্ষে পদার্পন করলো এই পুজা।উল্লেখ্য কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলার প্রয়াত নিখিলেশ নন্দের হাত ধরে এই পূজার সূচনা হয়েছিলো।
এদিন খুঁটি পূজায় ক্লাবের সম্পাদিকা রাজনন্দিনী নন্দ মিশ্র সহ সহ সভপতি রামকৃষ্ণ পন্ডা,সাধন জানা,বিশিষ্ট আইনজীবি মঞ্জুর রহমান খান,অজয় প্রধান,পিন্টু গিরি প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজদূত ব্যায়ামাগারের সম্পাদিকা রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন পুজার দিন গুলোতে রক্তদান শিবির,রক্তের সুগার নির্নয়,চক্ষু পরীক্ষা শিবির করা হবে।
দু:স্থদের নতুন বস্ত্র প্রধান,অনাথ শিশুদের সাথে ভ্রাতৃ দ্বিতীয়া পালন করা হবে।এছাড়াও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান,ম্যাজিক শো,ছদ্মবেশ প্রতিযোগিতা,গুনীজন সম্বর্ধনার মত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।