ঝাড়গ্রাম জেলার দুধকুন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জঙ্গলে খাবারের সন্ধানে প্রায় ৩০ থেকে ৩৫ টি হাতির দল প্রবেশ করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি গ্রাম পঞ্চায়েত এর বাদিনা গ্রামের বাসিন্দা প্রায় ৪০ বছর বয়সী রবনী মাহাতো নামে এক মহিলা তার বাড়ির পাশেই একটি জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিল, সেই সময় একটি দাঁতাল হাতি আচমকা তার সামনে এসে তাকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়।
স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। তাকে দেখার পর ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে। হাতির হামলায় ওই মহিলার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে তার পরিবারে ও গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। যে ভাবে ওই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে তারফলে ঝাড়গ্রাম ব্লকের বাদিনা সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে বাছিরা জানান।
ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। বন দফতরের পক্ষ থেকে হাতির হামলায় মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। উল্লেখ করা যায় যে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার খুদগড় এলাকায় প্রায় ৩৮ বছর বয়সী বাদল মুর্মু নামে এক ব্যক্তি হাতির হামলায় মারা যায়।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের হাতির হামলায় ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাদিনা গ্রামে এক মহিলার মৃত্যুর ঘটনায় ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার ঘটনা ক্রমশ বেড়েই চলছে। যার ফলে ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্ক এর মধ্যে রয়েছেন বলে তারা জানান।