সুমন তরফদার। কলকাতা সারাদিন।
দুর্গাপুজোর সময় পুজোর মন্ডপে গিয়ে বিচারের দাবিতে স্লোগান তোলার নামে অশান্তি পাকানো যাবে না।
এমন কে আগামী ১৫ অক্টোবর রেড রোডে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দুর্গা পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে সেখানেও কার্নিভাল এর মধ্যে কোন স্লোগান তুলে ঝামেলা পাকাতে পারবেনা সিপিএম এবং নকশাল পন্থী সংগঠনগুলি। আজ এমন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার।
গত বুধবার দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনের দুর্গা পূজা মন্ডপে গিয়ে নির্যাতিত আরজিকর হাসপাতালের বিচারের দাবিতে স্লোগান তুলে ঝামেলা পাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিপিএম এবং উগ্র বামপন্থী কয়েকজন ছাত্রছাত্রী।
মূলত তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে আয়োজিত ত্রিধারা সম্মিলনীর পূজো, কলকাতার মেয়র তথা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের উদ্যোগে আয়োজিত চেতলা অগ্রণীর পুজো – অর্থাৎ তৃণমূল নেতাদের উদ্যোগে আয়োজিত পুজো গুলিতে গিয়ে ঝামেলা পাকিয়ে বাংলার দুর্গা পূজাকে কালিমালিপ্ত করার খেলায় নেমেছিল সিপিএম এবং উগ্র বামপন্থী কয়েকটি সংগঠন।
গত বুধবার এভাবেই ত্রিধারা সম্মিলানিতে ঝামেলা পাকানোর চেষ্টা করা মাত্র দর্শনার্থীরা এই সমস্ত নকল আন্দোলনকারীদের ধরে পেটানোর উদ্যোগ নিতেই দর্শনার্থীদের অভিযোগের ভিত্তিতে নয় জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।
আলিপুর আদালতের বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিলেও আজ সকালে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে বিশেষ শুনানি হয়।।
কিন্তু কলকাতা হাইকোর্টে বিশেষ শুনানি হলেও শর্তাধীন জামিন মঞ্জুর করে সামগ্রিকভাবে দুর্গাপুজো চলাকালীন এবং কার্নিভাল চলাকালীন কেউ কোন পূজা মন্ডপে গিয়ে স্লোগান তুলতে পারবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি সম্পা সরকার।
Calcutta HC further orders:
– no protests within 20 metres of the Durga Puja pandal
– Bail granted on 1000 bond.
– Will appear before the investigating officer & register attendance.
– Investigation will continue.
– Arrested persons cannot disrupt the Durga Puja carnival.