বাগনান ১ নং ব্লকের বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ন নদীর তীর থেকে উদ্ধার হল প্রায় ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ।
জানা গেছে সোমবার সকালে রূপনারায়ন নদীতে ভাটা চলার সময় নদীর তীরে একটি বিশাল আকারের কচ্ছপের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে এলাকার পরিবেশপ্রেমী রাজু কোটাল বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিককে বিষয়টি জানান।
এরপরেই চিত্রক প্রামানিক. রঘুনাথ মান্না, সুমন্ত দাস, ইমন ধাড়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটির মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। চিত্রক জানান এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায়না।
মাঝে মধ্যে এরা পথ ভুলে নদীতে চলে আসে। মাস খানেক আগে এই এলাকা থেকেই আমারা প্রায় ৪০ কেজি ওজনের ওলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিয়েছিলাম। যদিও এবার সেটা হলনা।