ব্রেকিং
Latest Posts
SIR in Bengal : ‘তৃনমূলের তরুন শিক্ষিত ছেলেরা মানুষকে সাহায্য করবে’ দাবি তৃনমূল নেতা সমাজসেবী আব্দুল লালনেরMamata Kolkata Film festival : বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসব, ‘সিনেমা পৃথিবীকে একসূত্রে বাঁধে, মানবতাকে দৃঢ় করে’ উদ্বোধনী মঞ্চ থেকে বার্তা মমতারCalcutta Highcourt SIR ECI : ২০০২ সালের ডেটা কেন ভিত্তি? বাংলায় এসআইআর নিয়ে ব্যাখ্যা চাইলো কলকাতা হাইকোর্ট, জবাব দাবি নির্বাচন কমিশনের কাছেAadhaar Data Controversy : আধার ডেটা নিয়ে বিভ্রান্তির অভিযোগে তৃণমূলের, ‘১৪২ কোটির মধ্যে মাত্র ১১,২৭২ বিদেশি’ কেন্দ্রের এসআইআর নীতিকে প্রশ্ন তুললেন সাকেত গোখলেAbhishek TMC legal cell : এসআইআর আতঙ্ক কাটাতে অভিষেকের নির্দেশে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল, ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর
  • Home /
  • অটোমোবাইল /
  • Toto registration West Bengal : টোটোর ‘দাদাগিরি’ শেষ! এবার টোটোতেও নম্বর প্লেট বাধ্যতামূলক, বড়সড় সিদ্ধান্ত নবান্নের

Toto registration West Bengal : টোটোর ‘দাদাগিরি’ শেষ! এবার টোটোতেও নম্বর প্লেট বাধ্যতামূলক, বড়সড় সিদ্ধান্ত নবান্নের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। রাজ্যের রাস্তায় এবার টোটো চলাচলে আসছে বড় পরিবর্তন। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য রুখতে পশ্চিমবঙ্গ সরকার নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এবার প্রতিটি টোটোকেই রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে, এবং তাদের জন্য নম্বর প্লেট....

Toto registration West Bengal : টোটোর ‘দাদাগিরি’ শেষ! এবার টোটোতেও নম্বর প্লেট বাধ্যতামূলক, বড়সড় সিদ্ধান্ত নবান্নের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। রাজ্যের রাস্তায় এবার টোটো চলাচলে আসছে বড় পরিবর্তন। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

রাজ্যের রাস্তায় এবার টোটো চলাচলে আসছে বড় পরিবর্তন। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য রুখতে পশ্চিমবঙ্গ সরকার নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এবার প্রতিটি টোটোকেই রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে, এবং তাদের জন্য নম্বর প্লেট বাধ্যতামূলক করা হচ্ছে।

রাজ্যের সমস্ত টোটোর গায়ে লাগানো হবে কিউআর কোডযুক্ত নম্বর স্টিকার। এর মাধ্যমে একদিকে টোটো শনাক্ত করা সহজ হবে, অন্যদিকে রাস্তায় তাদের উপর নজরদারি চালানোও সম্ভব হবে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টোটো চিহ্নিতকরণের প্রক্রিয়া। এই রেজিস্ট্রেশন অনলাইনের পাশাপাশি নির্দিষ্ট সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে।
এরপর ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না করলে টোটো রাস্তায় চলতে পারবে না।

পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা, এবং ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা করে বার্ষিক ১২০০ টাকা দিতে হবে। টোটো মালিকদের জন্য বিমা সুবিধাও চালু করা হচ্ছে।

রেজিস্ট্রেশন না হলে রাস্তায় ‘নো এন্ট্রি’

যে সব টোটো নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবে না, তাদের রাস্তায় চলতে দেওয়া হবে না।
পরিবহন দফতর, স্থানীয় পুরসভা ও থানার তত্ত্বাবধানে যৌথভাবে নজরদারি চালানো হবে। রেজিস্ট্রেশনবিহীন টোটো ধরা পড়লে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

পরিবহন মন্ত্রী বলেছেন, “রাজ্যের মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং টোটো চলাচলকে শৃঙ্খলাবদ্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

বেলাগাম টোটো চলাচলে ক্ষোভ, এবার শৃঙ্খলার পথে

রাজ্যের প্রায় প্রতিটি শহরেই টোটোর সংখ্যা লাগামছাড়া। বেলাগাম টোটো চলাচলে যানজট, দুর্ঘটনা ও বিশৃঙ্খলার অভিযোগ বেড়েই চলেছিল।
অটো চালক, বাস চালক এবং সাধারণ মানুষ— সকলে ক্ষোভ প্রকাশ করেছিলেন টোটোর দৌরাত্ম্য নিয়ে।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, টোটো নিষিদ্ধ নয়, বরং নিয়মের আওতায় আনা হোক। কারণ এই টোটোই আজ লক্ষ লক্ষ মানুষের জীবিকার মাধ্যম।

কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা

প্রত্যেকটি রেজিস্টার্ড টোটোর গায়ে থাকবে একটি কিউআর কোড, যার মাধ্যমে যাত্রীরা চালকের পরিচয়, রেজিস্ট্রেশন নম্বর, রুট এবং বিমা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এতে নিরাপত্তা ও স্বচ্ছতা দুই-ই বাড়বে।

চিহ্নিতকরণ শেষে প্রতিটি টোটোর জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হবে। এতে রাস্তায় অপ্রয়োজনীয় জট এবং বিশৃঙ্খলা অনেকটাই কমবে বলে মনে করছে পরিবহন দফতর।

 

⚙️ ভবিষ্যতে আসছে “অড-ইভেন” টোটো সিস্টেম

সূত্রের খবর, সব টোটো নম্বর পেয়ে গেলে ২০২৬ সালের জানুয়ারি থেকে “অড-ইভেন” নিয়মে টোটো চলাচল শুরু হতে পারে।
অর্থাৎ একদিন অড নম্বর টোটো, পরের দিন ইভেন নম্বর টোটো রাস্তায় চলবে। এতে রাস্তায় টোটোর সংখ্যা অর্ধেক হবে এবং যানজট অনেকটাই কমবে।

একযোগে মাঠে নামছে প্রশাসন

এই পুরো প্রক্রিয়া তদারকি করবে পুলিশ, পরিবহন দফতর ও ইউনিয়নগুলি।
নতুন নিয়ম কার্যকর হলে টোটো ব্যবসায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজ্যের পরিবহন দফতর স্পষ্ট করেছে —

“শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। যারা নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন, তারাই রাস্তায় চলতে পারবেন।”

টোটোর জন্য বাধ্যতামূলক নম্বর প্লেট

রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫

ফি: ১০০০ টাকা, পরে মাসে ১০০ টাকা

কিউআর কোড ও রুট নির্ধারণ

ভবিষ্যতে “অড-ইভেন” নিয়ম চালুর পরিকল্পনা

রাজ্যে এবার টোটোর যুগে শৃঙ্খলা আনতে প্রশাসনের কড়া পদক্ষেপ নিঃসন্দেহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, যা ভবিষ্যতের যানবাহন নীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর