মহিলা বান্ধব গ্রাম পঞ্চায়েতের লক্ষ্যে মঙ্গলবার থেকে আমতা ২নং পঞ্চায়েত সমিতির ১৪টি গ্রাম পঞ্চায়েতের নব নির্বাচিত মহিলা সদস্যদের নিয়ে দুইদিনের এক প্রশিক্ষন কর্মশালা শুরু হল আমতা ২ নং ব্লক অফিসে।
এদিন এই কর্মশালার সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। আমতা ২নং ব্লক প্রশাসন সূত্রে খবর দুইদিনের এই কর্মশালায় ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির নব নির্বাচিত ১১২ জন মহিলা সদস্যদের মধ্যে ৯৫ জন অংশগ্রহন করেছিলেন। প্রশাসন সূত্রে খবর জেলার প্রতিটি ব্লকেই এই ধরনের প্রশিক্ষন কর্মাশালা অনুষ্ঠিত হবে।
সূত্রের খবর নারীবান্ধব গ্রাম সর্ম্পকিত নির্বাচিত নারী প্রতিনিধিদের প্রশিক্ষন আয়োজনের অন্যতম উদ্দ্যেশগুলি হল নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব উন্নয়ন, নারী নেত্রীদের স্থানীয় শাসন ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ার কার্যকরভাবে অংশগ্রহনের জন্য জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা, নারী প্রতিনিধিদের লিঙ্গ সংক্রান্ত সমস্যা চিহ্নিত এবং সমাধানের জন্য প্রশিক্ষন দেওয়া, নারীর নিরাপত্তা, অধিকার এবং সুরক্ষা বাড়ানোর জন্য প্রোগ্রাম এবং অবকাঠামো বাস্তবায়নে নারী প্রতিনিধিদের সাহায্য করা, স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন, সহযোগিতামূলক সম্প্রদায় গঠন এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করা।
প্রশাসন সূত্রে খবর এই প্রশিক্ষনের লক্ষ্য হল এমন একটি অর্ন্তভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা যেখানে নারীদের অংশগ্রহন গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নতিতে কার্যকর ভূমিকা পালন করে।