সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
দুর্গাপূজায় রেকর্ড আয় ও লাভের মুখ দেখলেও যাত্রীদের পকেটে হাত দিল কলকাতা মেট্রো।
কলকাতা মেট্রোর জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্রের দাবি, চতুর্থী থেকে দশমী পর্যন্ত যাত্রী সংখ্যা প্রায় আধ কোটি অর্থাৎ ৫০ লক্ষ ৫০ হাজার। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে যাত্রী ছিল ৪৪ লক্ষ ১৯ হাজার। শিয়ালদহ-ফুলবাগান রুটের মেট্রোতে সওয়ার হয়েছেন ২ লক্ষ ৫৩ হাজার জন।
হাওড়া-এসপ্ল্যানেড রুটে মেট্রোয় চড়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার মানুষ। যাত্রী ওঠানামায় রেকর্ড গড়েছে দমদম স্টেশন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কালীঘাট এবং শোভাবাজার।
কলকাতা মেট্রো সম্প্রতি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা কিছু যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। মেট্রো কার্ডের ছাড়ের হার কমানোর ফলে অনেক যাত্রী অসন্তুষ্ট।
কলকাতা মেট্রো শুধুমাত্র যাতায়াতের একটি মাধ্যম নয়, এটি শহরের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বিশেষত, ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটের অন্তর্ভুক্তি, যা হুগলি নদীর নিচ দিয়ে চলে, কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ আরও শক্তিশালী করেছে। ভারতবর্ষের প্রথম আন্ডারওয়াটার মেট্রো হিসেবে, এটি শহরের গর্বের মুকুটে একটি উল্লেখযোগ্য পালক।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, মেট্রো স্মার্ট কার্ডে ছাড়ের হার কমিয়ে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। আগে যাত্রীরা ৫০০ টাকা রিচার্জ করলে ১৮০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভ্রমণের সুবিধা পেতেন, যা ক্রমান্বয়ে কমিয়ে ১০ টাকা করা হয়েছিল। এবার সেটি আরও কমিয়ে ৫ টাকা করা হয়েছে। সুতরাং কিছুটা হলেও ক্ষুদ্ধ আমজনতা সেটা বলা যেতেই পারে।
চুপিসাড়ে কলকাতা মেট্রো স্মার্ট কার্ডে ১০% এক্সট্রা কমিয়ে ৫% করে দিল।
আগে ১০০ টাকায় পাওয়া যেত ১১০, এখন ১০৫, ২০০ টাকায় পাওয়া যেত ২২০, এখন ২১০, ৫০০ টাকায় পাওয়া যেত ৫৫০, এখন ৫২৫।