ব্রেকিং
Latest Posts
SIR in Bengal : ‘তৃনমূলের তরুন শিক্ষিত ছেলেরা মানুষকে সাহায্য করবে’ দাবি তৃনমূল নেতা সমাজসেবী আব্দুল লালনেরMamata Kolkata Film festival : বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসব, ‘সিনেমা পৃথিবীকে একসূত্রে বাঁধে, মানবতাকে দৃঢ় করে’ উদ্বোধনী মঞ্চ থেকে বার্তা মমতারCalcutta Highcourt SIR ECI : ২০০২ সালের ডেটা কেন ভিত্তি? বাংলায় এসআইআর নিয়ে ব্যাখ্যা চাইলো কলকাতা হাইকোর্ট, জবাব দাবি নির্বাচন কমিশনের কাছেAadhaar Data Controversy : আধার ডেটা নিয়ে বিভ্রান্তির অভিযোগে তৃণমূলের, ‘১৪২ কোটির মধ্যে মাত্র ১১,২৭২ বিদেশি’ কেন্দ্রের এসআইআর নীতিকে প্রশ্ন তুললেন সাকেত গোখলেAbhishek TMC legal cell : এসআইআর আতঙ্ক কাটাতে অভিষেকের নির্দেশে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল, ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu on Awas Scam : “বিডিওদের ক্যাডার বানিয়ে দিয়েছে মমতার সরকার!” আবাসে দুর্নীতি নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর

Suvendu on Awas Scam : “বিডিওদের ক্যাডার বানিয়ে দিয়েছে মমতার সরকার!” আবাসে দুর্নীতি নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। আবাস যোজনায় দুর্নীতির জেরে প্রকৃত প্রাপকদের একাংশ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। মঙ্গলবার এরকমই এক বঞ্চিত হাজির হয়েছিলেন বিরোধী দলনেতার কাছে। তাঁকে আইনজীবী দিয়ে লড়াইয়ের সহযোগিতা করার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সূত্রে ফের রাজ্যের....

Suvendu on Awas Scam : “বিডিওদের ক্যাডার বানিয়ে দিয়েছে মমতার সরকার!” আবাসে দুর্নীতি নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। আবাস যোজনায় দুর্নীতির জেরে প্রকৃত প্রাপকদের একাংশ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। মঙ্গলবার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

আবাস যোজনায় দুর্নীতির জেরে প্রকৃত প্রাপকদের একাংশ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। মঙ্গলবার এরকমই এক বঞ্চিত হাজির হয়েছিলেন বিরোধী দলনেতার কাছে। তাঁকে আইনজীবী দিয়ে লড়াইয়ের সহযোগিতা করার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সূত্রে ফের রাজ্যের একাংশ বিডিওর বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার বড় অভিযোগও এনেছেন বিরোধী দলনেতা।

এদিন হাওড়ার আমডাঙার এক বঞ্চিত দেখা করেন বিরোধী দলনেতার সঙ্গে। তাঁর অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও আবাসের তালিকায় তাঁর নাম নেই। তাঁকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “আমি আপনার জন্য লড়ব, প্রয়োজনে আপনাকে আমি আইনজীবী দিয়ে সাহায্য করব।” বঞ্চিত ব্যক্তি শুভেন্দুর কাছে জানতে চান, তিনি আর একবার বিডিও-র সঙ্গে দেখা করবেন কিনা। জবাবে শুভেন্দু তাঁকে বলেন, “বিডিও দেখা করবে না। তৃণমূল এদের সবাইকে ক্যাডার বানিয়ে দিয়েছে।” নিজের দাবির সপক্ষে শুভেন্দুর অভিযোগ, “২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজ্যে যতজন বিডিওকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাঁরা হয় ওবিসি কোটায় নয় তো টাকা দিয়ে চাকরি পেয়েছে। ফলে তৃণমূলের বেনিয়ম নিয়ে এদেরকে বলে কোনও কাজ হবে না।”

 

প্রসঙ্গত, আবাসের দুর্নীতি নিয়ে সম্প্রতি বিধানসভাতেও সরব হয়েছিলেন বিরোধী দলনেতা। আবাস যোজনার টাকা যারা খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, “গ্রামসভায় আবাস নিয়ে স্বচ্ছ তালিকা তৈরি করে সর্বদল বৈঠকে পাস করিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে আবাস চালুর প্রস্তাব রাখছি।” সেদিন বিধানসভায় শুভেন্দু এও বলেন, “আপনারা ১১ লক্ষ মানুষের বাড়ি করার কথা বলছেন, আমি বলছি, আপনারা রেকটিফাই করুন, আমরা আরও ২০ লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা কেন্দ্র থেকে নিয়ে আসার ব্যবস্থা করব।”

অন্যদিকে, বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। তবে আগামী ৬ ডিসেম্বর বন্ধ থাকবে বিধানসভার অধিবেশন। মঙ্গলবার বিধানসভার বিএ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে অধিবেশনে বিষয়টি জানতে পেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানতে চান, ‘কেন অধিবেশন বন্ধ করে দেওয়া হচ্ছে? কেউ কি মারা গিয়েছেন?’ শুভেন্দুর প্রশ্নের পর বিজেপি বিধায়করা কক্ষে ‘জয় শ্রীরাম’ স্লোগানও তোলেন। জবাবে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “যারা বিএ কমিটির বৈঠকে আসেন না। তাঁদের কথার কী জবাব দেব?” 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর