সুমন তরফদার। কলকাতা সারাদিন।
“দিল্লিতে বাংলা থেকে যতই বিজেপি সাংসদ যাক, বঞ্চনার খেলা চলছেই।” নির্মলার বাজেট পেশ শেষ হতেই না হতেই ক্ষোভ উগরে দিলেন এ ভাষাতেই ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাকে বঞ্চনা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেশের বাজেট পেশ করেছেন বলে অভিযোগ করে অভিষেকের বক্তব্য, “বিহারে নির্বাচন রয়েছে, তাই বিহারকে পাখির চোখ করেই বাজেট পেশ করা হয়েছে।”
প্রসঙ্গত, শুক্রবারই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাওয়ার পথে বাজেট নিয়ে যে খুব বেশি কিছু আশা নেই তা বলেছিলেন অভিষেক। সম্ভাব্য বাজেট নিয়ে শুক্রবারই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের কথায়, “যতদিন মোদী সরকার ক্ষমতায় রয়েছে ততদিন এই সরকারের কাছ থেকে গরিব মানুষের জন্য কিছু আশা করা বৃথা। কারণ এদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। এরা সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়েদের জন্য কিছুই করেনি।”
এবার বাজেট পেশের পরেও ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বাংলা থেকে যখন ১৮ টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২ সাংসদ। তারপরেও বাংলাকে কিছু দেওয়া হল না। এটার পরেও ওই সাংসদরা কোনও প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত। এ বছর যেহেতু বিহারে নির্বাচন রয়েছে তাই বিহারের জন্য সব কিছু করা হয়েছে। এরা তো নির্বাচনকে মাথায় রেখে বাজেট পেশ করে। সাধারণ, গরিব মানুষের জন্য কিছু করে না।”
অভিষেক বলেন, “সাধারণ মানুষের কথা ভেবে এই বাজেট তৈরি করা হয়নি। আগের বাজেটেও সব সুবিধা দেওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও বিহারকে। এখন অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়ে গেছে, তাই ওরা বিহারের দিকে মন দিয়েছে।”
একই সঙ্গে বাজেটে ১২ লাখ পর্যন্ত আয়কর ছাড়ের প্রসঙ্গে অভিষেক বলেন, “পুরো বাজেট আমি এখনও পড়িনি। আয়কর ছাড়ের বিষয়ে এখনও স্পষ্টতা নেই। তাই আগে সম্পূর্ণ বাজেট পড়তে হবে, তারপর আমি যা বলার বলব।”