রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বয়সের কথা মালাইকা অরোরার ক্ষেত্রে না বলাই ভালো। বলিউডের ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ যখনই ক্যামেরার সামনে আসেন মন্ত্রমুগ্ধ করে দেন। এবারও তার ব্যতিক্রম হল না।
৫০ ছুঁই ছঁই মালাকার গ্ল্যামার বা বোল্ডনেস জেন ওয়াইকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। সুন্দর শরীরী গঠন আর মানানসই ফ্যাশন সেন্স সোশ্যাল মিডিয়ার সেনসেশন গার্ল করে তুলেছে মালাইকা অরোরাকে।
কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে তাঁর ডিভোর্স হোক বা হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে প্রেম-বিচ্ছেদ, মালাইকাক নিয়ে চর্চা যেন থামে না! যদিও ট্রোলারদের কোনওদিনই পাত্তা দেন না অভিনেত্রী।
মালাইকা অরোরা প্রায়শই সোশ্যাল মিডিয়ার কটাক্ষ নিয়ে তার অকপট মতামত প্রকাশ করেছেন। সম্প্রতি গ্লোবাল স্পা ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রোলিং নিয়ে সরব হয়েছেন বলিউডের মুন্নী। মালাইকা জানান কীভাবে তিনি তার ব্যক্তিগত এবং পেশাদার জীবন উভয়ের চারপাশে ঘুরে বেড়ানো নেতিবাচকতার সঙ্গে মোকাবিলা করেন।
আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের বিয়ে টেকেনি। ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় দুজনের। সম্প্রতি শুরা খানকে বিয়ে করেছেন আরবাজ। আরবাজ ও মালাইকার একমাত্র পুত্র আরহান।
আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আগে বয়সে ছোট অর্জুন কাপুরকে ডেট করা শুরু করেন মালাইকা। এই প্রেম নিয়ে যেমন কটাক্ষ শুনেছেন, তেমনই বিচ্ছেদের পর অনলাইনে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন মালাইকা।
Palak Tiwari : খোলামেলা বিকিনিতে শুধুই শরীরী মাদকতা, এই বলিউড সুন্দরীর প্রেমেই নাকি মজেছেন সইফপুত্র
বিয়ে বা প্রেম না টিকলেও দুঃসময়ে মালাইকার পাশে দাঁড়িয়েছেন তাঁর দুই প্রাক্তন। গত ১১ সেপ্টেম্বর মুম্বইয়ে মালাইকার সৎ বাবা অনিল মেহতা আত্মহত্যা করেন। সেই কঠিন সময়ে মালাইকা ও তাঁর গোটা পরিবারের পাশে দাঁড়ান অর্জুন-আরবাজ।
তাঁর জীবন রুপোলি পর্দার মতো সাজানো মনে হলেও একেবারেই তা নয়। তাঁর জীবনে বিচ্ছেদ এসেছে, প্রেম এসেছে, প্রেম ভেঙেওছে। কেমন করে নিজেকে সামলেছিলেন মালাইকা অরোরা (Malaika Arora)। সদ্য একটি শো-তে এসে তিনি নিজের মনের কথা বললেন। বললেন, সোশ্যাল মিডিয়া ট্রোলিং, নেতিবাচক পরিস্থিতি কীভাবে সামলান তিনি? সদ্যই সেই কথা মন খুলে বললেন তিনি।
মালাইকা বলেছেন, ‘আমি সমস্ত অযাচিত মন্তব্য, অযাচিত বক্তব্যকে নিজের কাছে আসার সমস্ত পথ বন্ধ করে দিই। এটা আমার প্রথম ধাপ। আমার সম্পর্কে কী আলোচনা হচ্ছে, কী কী নেতিবাচক কথাবার্তা হচ্ছে সেগুলো শুনি না। জীবনের সবকিছু নেতিবাচক হতে পারে না। কিছু কিছু ইতিবাচক দিন অবশ্যই রয়েছে। সেইদিকে মন দিই আমি। কাজে ব্যস্ত থাকি।’ মালাইকা জানিয়েছেন, প্রথম প্রথম তাঁকে তাঁর সম্পর্কে ব্যক্তিগত কথা ভীষণভাবে আঘাত করত তাঁকে। তিনি ভীষণভাবে আহত হতেন, ভাবতেন কেন তাঁকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তবে তিনি বর্তমানে সেই বিষয়গুলি তিনি মানিয়ে নিয়েছেন। তিনি মেনে নিয়েছেন যে এই সমস্ত পরিস্থিতি তাঁকে ভবিষ্যতে গিয়ে আরও কঠিন, আরও সাবলীল করে গড়ে তুলবে।
মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কপূরের বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একসময়ে একসঙ্গে একাধিক ছবি দিতেন, তবে বর্তমানে বিষয়টি একেবারেই আলাদা। তাঁরা আর একসঙ্গে ছবি দেন না। দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন মালাইকা আর অর্জুন। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। তাঁরা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। একে অপরের জন্মদিন বা বিশেষ দিনেও আদুরে পোস্ট করেছেন। তবে বর্তমানে সে সব অতীত। দীর্ঘদিন ধরেই একসঙ্গে ছবি দেন না মালাইকা ও অর্জুন। তবে মালাইকার বাবার মৃত্যুতে ছুটে গিয়েছিল অর্জুন।
এক ম্যাগাজিনের জন্য মালাইকা স্পেশাল ফটোশুট করেছেন। তারকাকে সাজিয়েছেন আস্থা শর্মা এবং মনীষা ছানাং শাহ। ছবি তুলেছেন অভিত গিদওয়ানি।
করণ জোহরের পার্টিতেও অতিরিক্ত খোলামেলা পোশাক পরার জন্য ট্রোলড হয়েছিলেন গ্ল্যাম ডিভা মালাইকা। তবে এই বিষয়কে পাত্তা দিতে মোটেই রাজি নন তিনি। আর ঠিক সেই কারণেই হট অ্যান্ড বোল্ড লুকেই প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েন গর্জাস মালাইকা অরোরা।
সোশ্যাল মিডিয়ায় যাঁরা সক্রিয় তাঁদের নিশ্চয়ই এই ড্রেসটা চিনতে অসুবিধা হচ্ছে না। তাই না? হ্যাঁ, এই সেক্সি কালো ড্রেসটা পরেই উপস মোমোন্টের শিকার হয়েছিলেন ছাঁইয়া ছাঁইয়া গার্ল। ডিপ নেক কালো ড্রেসে হটনেস ওভারলোডেড।
কিন্তু ভিড়ের মাঝে আচমকাই উন্মুক্ত ক্লিভেজে হাত লেগে যায় এক ব্যক্তির। মালাইকার ড্রেসের নেকলাইন অনেকটা ওয়াইড। তাই ক্লিভেজ প্রায় সম্পূর্ণ উন্মুক্তই ছিল। বিষয়টা নিজের মতো করে সামলে নিলেও সেই মুহূর্তের ভিডিয়ো আগুনের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ব্যক্তির দিকে বেশ কড়া নজরেই তাকিয়েছিলেন মালাইকা। দিল্লির একটা ইভেন্টে যোগ দেওয়ার আগে পাপারাতজিরা মালাইকাকে সামনে পেয়ে একেবারে ঘিরে ধরেন।
তখনই গ্ল্যাম ডিভা মালাইকার বক্ষ বিভাজিকায় ভুলবসত হাত লেগে যায় সেখানে উপস্থিত এক ব্যক্তির। সেক্সি কালো লং ড্রেসে ফটোশ্যুট করেছেন অর্জুন কপুরের প্রেমিকা।
মালাইকার সেই বোল্ড ফটোশ্যুটে উষ্ণতার পারদ চড়ছে সোশ্যাল মিডিয়ায়। ঘুম উড়েছে নেটবাসীদের। (ছবি সৌজন্যে Instagram@malaikaaroraofficial)