টিম অভিষেক ব্যানার্জী-র উদ্যোগে মধ্য হাওড়ায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায়। সুধাংশু শেখর ভট্টাচার্য শিশু উদ্যানে ( বকুলতলা পার্ক ) কাসুন্দিয়া রোড ( ২৫ এবং ২৬ নং ওয়ার্ডের সংযোগস্থল ) আয়োজিত
ওই অনুষ্ঠানে এদিন ১৯৯৮ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের প্রায় শতাধিক সৈনিকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
ওই অনুষ্ঠানে এদিন সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র।
এদিনের ওই অনুষ্ঠানের আহ্বায়ক গোবিন্দ সাহা, সভাপতি বিশ্বনাথ দাস এবং চেয়ারম্যান সীমা নস্কর জানান, আমরা দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিকদের সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরে আপ্লুত।