সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সদর্থক বলেও এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, বৈঠক থেকে আপাতত আশ্বাস মিলেছে। সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের পরই উঠবে এই কর্মবিরতি।
সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বৈঠক শেষে বেরনোর পর জুনিয়র ডাক্তারদের কয়েকজন জানিয়েছিলেন, বৈঠক সদর্থক হয়েছে। কিছু ক্ষেত্রে দুই পক্ষ সহমত না হলেও কয়েকটি দাবি মানা হয়েছে। পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিক্ষোভস্থলে ফিরে গিয়েছে ডাক্তাররা স্পষ্ট করেন, এরপরও তাঁরা অবস্থান বা কর্মবিরতি তুলছেন না।
সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বৈঠক শেষে বেরনোর পর জুনিয়র ডাক্তারদের কয়েকজন জানিয়েছিলেন, বৈঠক সদর্থক হয়েছে। কিছু ক্ষেত্রে দুই পক্ষ সহমত না হলেও কয়েকটি দাবি মানা হয়েছে। পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমে জানান, সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিক্ষোভস্থলে ফিরে গিয়েছে ডাক্তাররা স্পষ্ট করেন, এরপরও তাঁরা অবস্থান বা কর্মবিরতি তুলছেন না।
জুনিয়র ডাক্তারদের স্পষ্ট কথা, যতক্ষণ না সিদ্ধান্তের বাস্তবায়ন হচ্ছে, অপসারণ করা হচ্ছে পুলিশ কমিশনারকে ততক্ষণ কর্মবিরতি যেমন চলছে, চলবে। পাশাপাশি তাঁরা জানান, সুপ্রিম কোর্টের শুনানির পর তাঁরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবারই রয়েছে শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি।
আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত করছে সিবিআই। ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ফের সেই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই-এর। কী হবে এই মামলার শুনানিতে, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা রাজ্য এবং দেশের মানুষ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতে কী রিপোর্ট জমা দেয় তা নিয়ে কৌতূহল রয়েছে সকলের। কারণ এই শুনানির আগে আরজি করের খুন-ধর্ষণ মামলাতেও গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর সঙ্গে সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা।