ব্রেকিং
Latest Posts
  • Home /
  • History Revisited /
  • Bangladesh Industry Advisor : “চাল মজুদে ঘাটতি নাই” বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

Bangladesh Industry Advisor : “চাল মজুদে ঘাটতি নাই” বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চাল মজুতে কোনো ঘাটতি নাই। তবে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি থাকলে সেটি নিরসনে সরকার সচেষ্ট রয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন....

Bangladesh Industry Advisor : “চাল মজুদে ঘাটতি নাই” বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

  • Home /
  • History Revisited /
  • Bangladesh Industry Advisor : “চাল মজুদে ঘাটতি নাই” বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চাল মজুতে কোনো ঘাটতি নাই। তবে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি থাকলে সেটি নিরসনে সরকার সচেষ্ট রয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে একটি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের প্রায় ১ কোটি লোককে নিয়ে টিসিবি কার্যক্রম চলছে। আমরা প্রথম ধাপে টিসিবির কার্ড বিতরণে শৃঙ্খলা রক্ষায় এটিকে ডিজিটাল স্মার্টকার্ডে রূপান্তর করা হচ্ছে। ৫৭ লাখ এবং পরে আমরা আরও ৬ লাখ বর্ধিত করে ৬৩ লাখ কার্ড তৈরি করেছি। দেশের প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে টিসিবিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় যথেষ্ট ঘাটতি ছিল। এ ঘাটতিকে সঠিক পথে আনবার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের টার্গেট হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া। রাজশাহী জেলায় এক লাখ জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কেনার কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের দারিদ্রসীমার নিচে বাস করা প্রায় পাঁচ কোটি মানুষের মধ্যে অন্তত এক কোটি প্রকৃত দরিদ্র জনগণকে আমরা এর আওতায় আনতে চাই।

শেখ বশিরউদ্দীন বলেন, প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবে। সর্বোপরি, সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে হবে। প্রকৃতপক্ষে যারা টিসিবি কার্ড পাওয়ার যোগ্য তাদের দেওয়ার ব্যবস্থা করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সার প্রসঙ্গে তিনি বলেন, আমার জানা তথ্য অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই। মজুত পরিস্থিতি যথেষ্ট ভালো। আমি ক্রয় কমিটির মিটিংয়ে যেটা দেখেছি সেখান থেকে আমার কাছে মনে হয়েছে কোনো ধরনের ঘাটতি নেই।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের খবর