হাওড়ার শালিমার স্টেশনে বিদেশি মদ বাজেয়াপ্ত, বিহারের যুবক গ্রেফতার। আরপিএফ সূত্রে জানা গেছে, ২৩ বোতল বিদেশি মদ অবৈধভাবে নিয়ে যাবার সময় রেল পুলিশের হাতে ধরা পড়েন বিহারের ওই যুবক।
মঙ্গলবার শালিমার স্টেশনে ওই ঘটনা ঘটে। ধৃতের নাম কৃষাণ পাসোয়ান (৩১)। বাড়ি বিহারের বক্তিয়ারপুরে।
কলকাতা থেকে বিদেশি ওই মদ কিনে বেশি দামে বিহারে বিক্রি করার জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন বলে খবর।
তল্লাশিতে তাঁর ব্যাগ থেকে ওই বিদেশি মদ উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৩ হাজার টাকা।
এই মদ নিয়ে যাওয়ার বৈধ কোনও কাগজপত্র তাঁর কাছে না থাকায় তাঁকে গ্রেফতার করা হয়।