শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
শীত কার্যত বিদায় নিয়েছে। এবার গরমের তীব্র দাবদাহে নাস্তানাবুদ হওয়ার পালা। গরম থেকে রেহাই পেতে এবার সস্তায় এসি দেবে জিও। বাম্পার ছাড়ে এসি কেনার এক বিরাট সুযোগ। কবে থেকে শুরু অর্ডার? জিও মার্ট আপনাকে দিচ্ছে বিরাট ডিসকাউন্টে এসি কেনার বাম্পার সুযোগ।
গ্রীষ্ম শুরুর সাথে সাথে এসির চাহিদাও বেড়েছে। আর গরমে ধামাকা অফারে চমকে দিল জিও। বিরাট ছাড়ে এসি কেনার এক বাম্পার অফার আপনাকে দিচ্ছে জিও মার্ট। এখন আপনি বাড়ির জন্য ১.৫ টনের স্প্লিট এসি কেনার উপর ৫০ শতাংশ ছাড়ের এক দুর্দান্ত সুযোগ।
ভোল্টাস ১.৫ স্প্লিট এসি
ভোল্টাস ১.৫ টন ৩ স্টার ৪-ইন-১ কনভার্টেবল ইনভার্টার স্প্লিট এসির এমআরপি ৬৪,৯৯০ টাকা। আপনি এই এসিতে পাচ্ছেন ৪৭% ছাড। ডিসকাউন্টের পর অনলাইনে আপনি এসিটি ৩৩,৯৯০ টাকায় কিনতে পারবেন। পাশাপাশি, আপনি পাচ্ছেন EMI অফারও। এই এসিতে অ্যান্টি-ডাস্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল সুরক্ষা, 2 ওয়ে সুইং, 4 স্টেপ অ্যাডজাস্টেবল কুলিং ফিচার। এই এসিতে আপনি পাচ্ছেন অটো ক্লিন ফাংশন।
এলজি ১.৫ টন ৩ স্টার স্প্লিট এসি
এলজির এই স্প্লিট এসি কুলিংয়ের দিক থেকে দারুণ। LG Split AC এর MRP ৭৮,৯৯০ টাকা এবং আপনি এটি Jio Mart থেকে ৪৯% ছাড়ের পরে ৩৯,৯৯০ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ আপনি প্রায় অর্ধেক দামে এলজির এই এসিটি কেনার সুযোগ পাচ্ছেন। খুব দ্রুত ঘর ঠান্ডা করতে এলজি-র এই এসির কোন বিকল্প নেই।

লয়েড ১ টন ৩ স্টার ৫ ইন ১ কনভার্টেবল ইনভার্টার স্প্লিট এসি
যদি আপনি বিদ্যুৎ সাশ্রয়ী এসি কেনার চিন্তা করেন তাহলে লয়েড ১ টন ৩ স্টার ৫ ইন ১ কনভার্টেবল ইনভার্টার স্প্লিট এসি দুর্দান্ত বিকল্প। এই এসিতে ১০০% কপার কনডেন্সার রয়েছে। এতে ওয়াইফাই রেডি, টার্বো কুলিং এর অপশনও দেওয়া হচ্ছে। এর সাথে, আপনি পাবেন অনেক ব্যাঙ্ক অফারও।