সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বুধবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর তরফে সংবাদিক বৈঠক থেকে অভিযোগ করা হয়, তাঁদের লালবাজার অভিযান নিয়ে কুণাল ঘোষ মিথ্যে অপপ্রচার করেছেন। বুধবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। কোনও রকম রাজনৈতিক সাহায্যে আমরা চাইছি না। যদি কোনও রাজনৈতিক দল সাহায্য করতেও চায় আমরা তা প্রত্যাখ্যান করছি। আমাদের তরফ থেকে কোনও রাজনৈতিক বা সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আমরা আন্দোলন অরাজনৈতিক ছিল ও আছে থাকব।”
ফ্রন্ট এর তরফে এদিন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, “মঙ্গলবার একটি ছবি পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেছিলেন যে আন্দোলনকারীদের তরফে ওনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল লালবাজারের অভিযান নিয়ে মধ্যস্থতার জন্য। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে পরিষ্কারভাবে জানাচ্ছি, ওর সঙ্গে আমরা কোনও যোগাযোগ করিনি। ঘটনাচক্রে একটি সংবাদপত্রের অফিসে ওনার সঙ্গে দেখা হয়েছিল। সেখানে না জানিয়ে উনি আমাদের প্রতিনিধিদের ছবি তুলে অপপ্রচার করেছেন। এর নিন্দা জানাতেই এই সাংবাদিক বৈঠক।”
কিঞ্জল আরও বলেন, “সহপাঠীর বিচারের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের এই আন্দোলন শুরু থেকেই সম্পূর্ণ অরাজনৈতিক। তাই কোনও রাজনৈতিক দল এর থেকে সুবিধা নিতে চাইলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাবই।”
প্রসঙ্গত, এর আগে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে যোগ দিতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল বিজেপির তমলুকের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। এবার তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধেও অপপ্রচারের অভিযোগে সরব হন তাঁরা। এ ব্যাপারে কুণাল ঘোষের প্রতিক্রিয়া অবশ্য এখনও জানা যায়নি।