শোভন গায়েন। কলকাতা সারাদিন।
“দলের কী মত জানি না, তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি, বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন।” আসন্ন রামনবমীর দিন বাংলায় হিন্দুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে এভাবেই বাংলায় রাজনীতি শাসনের দাবি তুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজের দাবির স্বপক্ষে শুভেন্দু প্রশ্ন তোলেন, “মনিপুরে হলে বাংলায় হবে না কেন?” উত্তরবঙ্গের মোথাবাড়ির প্রসঙ্গ টেনে এনে রামনবমীর দিনে মিছিল করলে আক্রমণের আশঙ্কা রয়েছে বলে দাবি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে রাম নবমীতে বহু জায়গায় মানুষ আক্রান্ত হতে পারেন।”
বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল মোথাবাড়িতে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে শাসকদল চুপ করে আছে কেন, সেই অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। একটা ছোট্ট এলাকার মধ্যে তৈরি হওয়া অশান্তি রূপ নিয়েছে রাজনৈতিক উত্তেজনার। ইতিমধ্যে মাথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির। ওই মামলায় বুধবারের মধ্যে এসপি ও ডিএম-কে ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, ঘটনার স্পর্শকাতরতা দেখে মনে হয় রাজ্যের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা।

এদিকে দক্ষিণ মালদহের মোথাবাড়িতে নিরীহ হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ করে উত্তর কলকাতার, শ্যামবাজার-এ বিজেপির প্রতিবাদে সভায় অংশগ্রহণ করে মালদহের মোথাবাড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর ‘জিহাদিদের’ হামলার ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।