সুমন তরফদার। কলকাতা সারাদিন।
অবশেষে সুপ্রিম কোর্টে হল আরজি কর মামলার শুনানি। আর সেই শুনানির শুরুতেই নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “আপনারা একটু সতর্ক থাকুন, ইতিমধ্যেই রায় ঘোষণা হয়েছে।” এরপরই পরিবারের আইনজীবী জানান, আবেদন রায় ঘোষণার আগেই করা হয়েছিল। পাল্টা প্রধান বিচারপতি বলেন, “আপনারা আপনাদের আবেদন প্রত্যাহার করে, নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করুন। আমরা এন্টারটেইন করব। আমরা বেশি কিছু বলতে চাইছি না।”
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারকে নতুন করে আবেদনপত্র দাখিলের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে সিবিআই তদন্তের ধরন নিয়ে ক্ষোভ ছিল নির্যাতিতার পরিবারের। তদন্ত প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেই সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। বুধবার সেই মামলার শুনানিতেই নির্যাতিতার পরিবারকে নয়া পরামর্শ শীর্ষ আদালতের।
এরপরই করুণা নন্দী বলেন, “আমরা আমাদের কনসার্নকে সিলড কভারে দেওয়ার চেষ্টা করেছিলাম।” তা শুনেই প্রধান বিচারপতি বলেন, “আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা যে বক্তব্য আপনাদের আবেদনের মাধ্যমে বলেছেন, সেটার কনসিকোয়েন্স হবে?” তাতে আইনজীবী নন্দী পাল্টা বলেন, “আপনারা যদি আগামী দু দিনে মামলাটার শুনানি করেন। আমরা ফ্রেশ অ্যাপলিকেশন করব।” প্রধান বিচারপতি সাফ পরিবারের উদ্দেশ্যে বলেন, “এই অ্যাপলিকেশন অভিযুক্তকে সাহায্য করবে। প্লিজ বুঝুন। আপনারা অ্যাপলিকেশন করুন। আমরা চেষ্টা করি সেই মামলাকে সপ্তাহের মধ্যে ডেট দেওয়ার চেষ্টা করব।”
প্রধান বিচারপতি জানতে চান, হাইকোর্টে কি মামলাটি এখনও পেন্ডিং? করুণা নন্দী জানান, ৫ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এরপর প্রধান বিচারপতি বলেন, “আপনারা ভেবে দেখুন কী করবেন? এই অ্যাপলিকেশনেই আপনারা এগিয়ে যেতে চান কিনা?” প্রধান বিচারপতির কথা শুনে আবেদন প্রত্যাহার করে নিল পরিবার। নতুন করে আবেদন করা হবে পরিবারের তরফে। তারপর পরবর্তী শুনানির দিন ধার্য হবে। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা – মা। সেই মামলার আবেদনই প্রত্যাহার করে নিল নির্যাতিতার পরিবার।
বুধবার মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আরজি করের নির্যাতিতার মা-বাবার উদ্দেশ্যে বলেন, “নতুন করে আবেদনপত্র দাখিল করুন। আপনাদের পক্ষে এটাই ভালো হবে। এই আবেদনপত্রে বক্তব্য বিতর্কযোগ্য।” এদিন আদালতে সিবিআই এর পক্ষে তাঁদের আইনজীবী বলেন, “নির্যাতিতার পরিবারের তরফে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার জবাব আগেই দেওয়া হয়েছে। সেই সব আলোচনা এখন হলে অভিযুক্তের পক্ষে সুবিধা হয়ে যেতে পারে।”
এরই পাশাপাশি নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী আদালতে বলেন, “সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত। তাদের তরফে আবেদনপত্র তার আগে জমা করা হয়েছিল। সেই মুহূর্তে যা যা প্রশ্ন সামনে এসেছিল সেই সব প্রশ্ন আবেদন পত্র লেখা হয়েছিল।”
এদিন সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতার পরিবারকে প্রশ্ন করেন, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে। এই মামলা সুপ্রিম কোর্টে এখনই বন্ধ করে দেওয়া হবে কিনা এদিন তিনি জানতে চান নির্যাতিতার পরিবারের কাছে। এক্ষেত্রে ভেবে-চিন্তে উত্তর দিতে বলেন প্রধান বিচারপতি।