প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের কামব্যাকে একদিকে যেমন খুশি অনেকে, তেমনই অনেকে আবার ক্ষোভে ফেটে পড়েছেন। তারা কিছুতেই ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে মানতে রাজি নন। নব নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতেই অভিনব পন্থা বেছে নিলেন মহিলারা।
ডাক দিলেন সেক্স স্ট্রাইকের। অর্থাৎ তাঁরা যৌন সম্পর্কে লিপ্ত হবেন না। যৌনতা এড়াতে ডেটিংয়েও ‘না’ করে দিয়েছেন মহিলারা। কেউ কেউ আবার প্রতিবাদে মাথা মুড়িয়ে ফেলছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হতেই মার্কিন বহু মহিলারা আশঙ্কিত। তাদের ভয়, গর্ভপাত আইন আরও কঠোর করতে পারেন ট্রাম্প সরকার। মহিলাদের সুরক্ষার অধিকারও খর্ব করা হতে পারে। এর প্রতিবাদেই যৌনতায় ‘না’ করে দিয়েছেন তারা। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রতিবাদ করতেই তারা ডেটিং ও যৌনতার অবরোধ ডেকেছেন। সাফ জানিয়েছেন, আগামী চার বছর তারা যৌন সম্পর্ক স্থাপন করবেন না।
তবে এই আন্দোলনের অনুপ্রেরণা কিন্তু এসেছে দক্ষিণ কোরিয়ার ‘৪বি মুভমেন্ট’ থেকে অনুপ্রাণিত হয়ে। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে এবং মহিলাদের উপরে অত্যাচারের প্রতিবাদ জানাতেই ৪বি মুভমেন্ট শুরু করেছিলেন। মহিলারা সাফ বলেছিলেন, “নো সেক্স, নো ডেটিং, নো ম্যারেজ, নো চিলড্রেন”।
আমেরিকার প্রতিবাদী মহিলারাও জানিয়েছেন, আগামী চার বছর, যতদিন ট্রাম্প প্রেসিডেন্ট গদিতে থাকবেন, ততদিন যৌন সম্পর্ক বা প্রেমের সম্পর্কে জড়াবেন না।