মাছ ধরার মুগরীতে আটকে পড়াএকটি বাঘরোলকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দিল পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা।
জানা গেছে শনিবার রাতে উলুবেড়িয়া ১ নং ব্লকের বহিরা গ্রামের বাসিন্দা অচিন্ত সরদার মাছ ধরার জন্য খালে মুগরী পাতেন। রাতে সেই মুগরীতে আটকে থাকা মাছ খাওয়ার জন্য একটি বাঘরোল ঢুকে আটকে পড়ে।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর প্রামানিক পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে বিষয়টি জানান।
দেবাশীষ কানাই প্রামানিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে মুগরী তুলে বাঘরোলটিকে উদ্ধার করে। পরে দেবাশীষ বন দপ্তরের অনুমতি নিয়ে বাঘরোলটিকে পরিবেশে মুক্ত করে দেয়।