কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন
“২৬-এ বিজেপি আসবে, আপনাকে জেলে পুরব, আপনার মন্ত্রীসভাকে জেলে পুরব। এরাজ্যে মহিলারা থাকতে চান না আর। এরাজ্যে কোনও সন্তান উচ্চ শিক্ষার জন্যে থাকতে চাইছেন না। কেননা এরাজ্যের মানুষ সুরক্ষিত বোধ করছে না।” এভাবেই আরো একবার আগামী নির্বাচনে জয়ী হয়ে বিজেপির সরকার গঠন করে মমতাকে গ্ৰেফতারের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় সাংগঠনিক সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। বক্তব্যের শুরুতেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সাংগাঠনিক বৈঠকে ইচ্ছে ছিল ইন্ডোরে বৈঠক রাখব, তা হয়নি মমতা ব্যানার্জীর জন্যে। তিনি প্রধানমন্ত্রীর হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। তাই মনে মনে নিজেকে প্রধানমন্ত্রী ভেবে নিয়েছেন। নিজের মত করেই দিনক্ষণ পরিবর্তন করে নিচ্ছেন। ভারতের সব ভাষা তিনি জানেন। আমি তো শুধু বাংলাটাই জানি। আর সব ভাষায় তিনি নিজের মত জানেন। তাই অভিনন্দনকে নিজের মত করে শুভনন্দন করে নিয়েছেন। এই উনি ভাষা জানেন!”
এরপরই আগামী বছরের বিধানসভা নির্বাচনে মমতাকে হারানোর ডাক দিয়ে শুভেন্দু বলেন, “এমন সরকার আনুন, যাতে রাজ্যের মহিলারা সুরক্ষিত থাকতে পারেন। যাতে মহিলারা নিশ্চিন্তে কর্মক্ষেত্রে কাজ করতে পারেন। যাতে শিশুরা নিশ্চিন্তে খেলাধূলা করতে পারেন। প্রতিশ্রুতি নিন, ‘২৬-এ এই সরকার আর ফেরত আনা যাবে না। আপনারাও চান, যে এই বাংলায় অসমের মত একটা সরকার হোক, যেখানে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাবেন অসহায় মানুষরা।
বাংলায় স্মরণার্থীরা আশ্রয় পাক, আর রোহিঙ্গারা বিতড়িত হোক। বাংলায় উত্তরপ্রদেশের মত একটা সরকার তৈরি হোক, যেখানে মুখ্যমন্ত্রীর নামেই অপরাধীরা ভয় পাবে অপরাধ করতে। যোগী সরকারের এনকাউন্টার পদ্ধতিতে, আজ ওই রাজ্য অপরাধমুক্ত হয়েছে। এরাজ্যেও তা প্রয়োজন।”