ধান কাটা মেশিন ও ট্রাক্টারের কাদা রাস্তার উপরে, যার ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ, কাদা পরিষ্কারে উদ্যোগী হলো সাঁকরাইল থানার পুলিশ। ধান কাটা মেশিন ও ট্রাক্টারের কাদা পড়ে রাজ্য সড়কে তৈরি হয়েছে চরম সমস্যার পরিস্থিতি।
সাঁকরাইল ব্লকের রগড়া থেকে নেপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার উপর জমে থাকা কাদায় ভোগান্তির শিকার হচ্ছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা। বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার উপর চাপ চাপ কাদা জমে যাওয়ায় বাইক ও অন্যান্য যানবাহন চলাচল কার্যত সমস্যার মুখে পড়ে।
এই সমস্যার কথা পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশের কাছে। এরপরেই সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাইয়ের নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে শুক্রবার রাস্তার উপরে পড়ে থাকা কাদা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে রাস্তায় জমে থাকা কাদা পরিষ্কার করেন পুলিশকর্মীরা।
এলাকার বাসিন্দারা জানান, পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অনেকটাই স্বস্তি মিলেছে। তারা এই কাজে সহযোগিতা ও উদ্যোগের জন্য সাঁকরাইল থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনা আবারও প্রমাণ করল, জনসাধারণের পাশে দাঁড়াতে প্রস্তুত সাঁকরাইল থানার পুলিশ।