সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। শুক্রবার সকালে এমন হুমকি দেওয়া ইমেইল পাঠানো হলো সোনারপুরের একটি বেসরকারি স্কুলে।
সঙ্গে সঙ্গে প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় দিয়ে সোনারপুরের বেসরকারি স্কুল কর্তৃপক্ষ কোন কারণ না জানিয়ে বিশেষ কারণে ছুটি ঘোষণা করে স্কুলে। জরুরী ভিত্তিতে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় স্কুল বাসে করে এবং অভিভাবকদের মেসেজ করে ছাত্র-ছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সতর্কতার সঙ্গে।
খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশের সাইবার শাখার গোয়েন্দাদের।
স্কুল ক্যাম্পাস ঘিরে ফেলে সোনারপুর থানা এবং বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী। ছুটে আসে দমকল এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা।
তবে বিশাল পুলিশ বাহিনী স্কুল ক্যাম্পাস ঘিরে ফেলে বোমার খোঁজে তল্লাশি অভিযান শুরু করতেই এলাকায় এবং অভিভাবকদের একাংশের মধ্যে কিছু গুজব ছড়াতে শুরু করে। বোমাতঙ্কের বিষয়টি না জানার ফলে কেউ ক্যাম্পাসের মধ্যেই খুন অথবা অন্য কোন অপরাধমূলক ঘটনা ঘটেছে বলেও গুজব রটে যায়। তবে বারুইপুর পুলিশ জেলার তদন্তকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ইমেইল পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি। ছাত্র ছাত্রীদের নিয়ে অকারণে মিথ্যা প্রচার অথবা গুজব ছড়ালে, সাইবার বিশেষজ্ঞরা তাদের খুঁজে বের করে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।”
অন্যদিকে, বোমাতঙ্ক ভূয়ো প্রতিপন্ন হলেও ছাত্র ছাত্রীদের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে গোটা স্কুল ক্যাম্পাস তন্ন তন্ন করে খোঁজার পাশাপাশি স্কুলের ক্যাম্পাসে ঢোকা ও বেরনোর সমস্ত গেটে নিরাপত্তা কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে বিশাল স্কুল ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজেও কোথাও বোমার চিহ্নমাত্র পাওয়া যায়নি। যে ইমেইল আইডি থেকে হুমকি দেওয়া ইমেইল এসেছিল সেটি কোথা থেকে কারা পাঠিয়েছে তা খোঁজ করার চেষ্টা চালাচ্ছেন সাইবার গোয়েন্দারা।
প্রসঙ্গত গত মাস থেকেই দিল্লি এবং কলকাতার বেশ কিছু প্রথম সারির বেসরকারি স্কুলে এবং বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি ইমেইলএসেছে।