সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মোট ৫০,৬৫,৩৪৫ কোটি টাকার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই প্রেক্ষিতে, তিনি ক্যান্সার রোগীদের জন্য সুখবর দিয়েছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার লোকসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি।
বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ফলে বিগত ১০ বছরে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছি।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ‘আমাদের দৃষ্টি দরিদ্র, যুব, অন্নদাতা, মহিলা শক্তির উপর। এর সঙ্গে স্বাস্থ্য, উৎপাদন, মেক ইন ইন্ডিয়া, কর্মসংস্থান, উদ্ভাবনের উপরেও নজর রয়েছে। আমরা কৃষি, রফতানি নিয়েও কাজ করছি। উন্নত ভারত গড়াই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনীতিতে গতি আসছে। এটি উন্নত ভারতের বাজেট।’
কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের ঘোষণা করা হয়েছে। ক্যান্সারের মতো দূরারোগ্য রোগের ওষুধের উপর কর কমানোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। সারা দেশে সব জেলায় ক্যান্সার ডে-কেয়ার চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে। ৩ বছরের মধ্যে সরকারি হাসপাতালে ২০০টি ক্যান্সার ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে।
আগামী পাঁচ বছরে ৭৫,০০০ মেডিকেল আসন বৃদ্ধির লক্ষ্যে আগামী বছর মেডিকেল কলেজ, হাসপাতালে আরও ১০,০০০ আসন তৈরি করা হবে। আগামী তিন বছরে প্রতিটি জেলা হাসপাতালে ডে-কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নির্মলা সীতারমন।
বাজেটে ক্যান্সার চিকিৎসার উপর জোর দেওয়া হয়েছে। বেশ কিছু জীবন রক্ষাকারী ওষুধের উপর শুল্ক মকুব বা হ্রাসের ঘোষণা দিয়েছেন নির্মলা সীতারামন।