দিনহাটা মহকুমা শাসক দপ্তরে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দিলেন সিতাই বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংগীতা রায়। এদিন মনোনয়ন পর্বে দেখা গেল অভিনব এক চিত্র। সিতাই বিধানসভা উপ নির্বাচনে কেন্দ্র করে জেলার সমস্ত স্তরের নেতাদের দেখা গেল একসাথে।
একদিকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অন্যদিকে বরিষ্ঠ নেতা রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, আব্দুল জলিল আহমেদ, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। মহিলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা সহ যুব সভাপতি কমলেশ অধিকারী সকলেই। সিতাই রাধাগোবিন্দ মন্দিরের পূজা দিয়ে এদিন মনোনয়ন জমা দেন সঙ্গীতা রায়।
রবীন্দ্রনাথ ঘোষ বলেন, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হাজারে হাজারে মানুষ উপস্থিত হয়েছিল এই মনোনয়ন পর্বে সঙ্গীতারায় সমর্থনে। এছাড়াও বিগত বেশ কয়েকদিনে সিতাইয়ে ঘুরে দেখা গেছে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী সঙ্গীতারায়। জেলা তৃণমূল নেতৃত্ব আপ্লুত কর্মীদের স্বতঃস্ফূর্ততা দেখে।
এদিন মনোনয়ন জমা দিতে এসে সঙ্গীতা রায় বলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে আমি আপ্লুত। একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি।
তিনি দাবি করে বলেন, জয় শুধু সময়ের অপেক্ষা। রেকর্ড সংখ্যক ভোট ছাড়িয়ে যাবে সিতাই উপনির্বাচনে। এখানে বিরোধী কোন সমস্যাই নয়। আমরা 2026 কে সামনে রেখে দলকে আরো সুগঠিত কিভাবে করা যায় সেই দিকে এই ভোট নিয়ে যাব। বিগত দিনে বেশ কিছু জায়গায় আমাদের খামতি ছিল, সেই জায়গাগুলো পুনরুদ্ধার হয়ে যাবে এই উপনির্বাচনের মধ্যে দিয়ে। সুতরাং ২০১১ সাল থেকে যে জয়ের ধারা অব্যাহত রয়েছে সিতাই বিধানসভা কেন্দ্রে তা পুনরায় অক্ষুন্ন থাকবে।