রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বাগুইআটির পর এবার সোনারপুরের নরেন্দ্রপুর। ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ।
দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধর। দোকানে থাকা দেড় লক্ষ টাকা লুঠের অভিযোগ। গায়ের জোরে দোকানে তালাবন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
নরেন্দ্রপুর ষ্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে এই সম্পত্তি দখল করতেই এই হামলা চালানোর অভিযোগ। এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয়।
কাউন্সিলর নিজে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিল। তাকেই মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিস। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা ও পৌর পারিষদ সদস্য রঞ্জিত মণ্ডল। এই ঘটনার পর আতঙ্কে বাড়ি ছাড়া পুরো পরিবার।