সুমন তরফদার। কলকাতা সারাদিন।
ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকায় ছুরিকাহত তরুণীর মৃত্যু হল। শুক্রবার সকালে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। ঘটনায় ইতিমধ্যে ১৬ বছরের এক কিশোরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, কিশোরের বাবার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল নিহত তরুণীর।
বৃহস্পতিবার রাতে ইএম বাইপাস লাগোয়া একটি গাড়ি থেকে রোফিয়া শাকিল (২৪) নামে ওই তরুণী নামতেই তাঁর ওপর সশস্ত্র অবস্থায় হামলা চালায় ১ কিশোরসহ কয়েকজন।
তরুণীকে এলোপাথাড়ি কোপাতে থাকে তারা। তরুণী রক্তাক্ত অবস্থায় পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আততায়ীরা। অবশেষে আততায়ীদের ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশ পৌঁছে আহত তরুণীকে হাসপাতালে ভর্তি করে। গ্রেফতার করে কিশোরসহ ৩ জনকে।
কিন্তু প্রকাশ্য রাস্তায় কেন এই হামলা? জেরায় ধৃত ১৬ বছর বয়সী কিশোর জানিয়েছে, তাঁর বাবার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তরুণীর। সেজন্যই তার ওপর হামলা চালিয়েছে সে। বাবা কোথায় যাচ্ছে তা জানতে তার গাড়িতে গোপনে জিপিএস ডিভাইস লাগিয়ে দিয়েছিল কিশোর। এর পর বাবার গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোতেই তাঁকে অনুসরণ করা শুরু করে কিশোর, তার মা ও কয়েকজন আত্মীয়। গাড়ি মেট্রোপলিটনে রেস্তোরাঁর সামনে পৌঁছনোর পর বাবার গাড়ি থেকে নামেন তরুণী। সঙ্গে সঙ্গে তাঁর ওপর হামলা চালায় কিশোর। তবে তখন কিশোরের বাবা কোথায় ছিলেন তা এখনও জানা যায়নি।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মেট্রোপলিটন এলাকায় রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের ট্র্যাফিক গার্ড। একদিকে কলকাতা পুলিশ ও অন্যদিকে বিধাননগর পুলিশ দিয়ে মোড়া থাকে এলাকা। সেখানে প্রকাশ্যে ছুরি দিয়ে তরুণীর ঘটনা ঘটলে বাকি জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থা কী, এই ঘটনায় সেই প্রশ্ন উঠছে।