সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
কলকাতা বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ যাত্রীবাহী বিমানের। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই জরুরী অবতরণ করানো হয় বিমানটির। কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ৭৬৮ বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে।
কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ৭৬৮ বিমানটি কলকাতা বিমানবন্দর থেকে ৩ টে ৫১ মিনিটে ১৫০ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে রওনা দেয় কিন্তু বিপত্তি ঘটে মাঝ আকাশে, বিমানের মধ্যে বায়ুর চাপ কমে যাওয়ায়, এয়ার কেবিন প্রেসার কন্ট্রোলারে ত্রুটির কারণে বিমানে বায়ুর চাপ কমে যায়।
বিমানের ককপিটে সংকেত মেলায় পাইলট কলকাতার এটিসি সঙ্গে যোগাযোগ করে এমার্জেন্সি ল্যান্ডিং করাবার জন্য অনুমতি চায়।
সেই মতো অনুমতি দিলে চারটে ৫৫ মিনিট নাগাদ বিমানটি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরে আপদকালীন পরিষেবাগুলো মোতায়েন করা ছিল বিমানটিকে ফলোমি গাড়ি করে বে নাম্বার ১০১ এ নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে বিমান থেকে যাত্রীদেরকে নিচে নামিয়ে নিয়ে অ্যারাইভাল হলে নিয়ে যাওয়া হয়।