সুমন তরফদার। কলকাতা সারাদিন।
“রোশনি চাঁদ সে হোতি হ্যায়। সিতারোঁ সে নেহি। মহব্বত তৃণমূল কংগ্রেস সে হোতি হ্যায়। আউর কিসি সে নেহি।” এভাবেই শায়রির মাধ্যমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
“রোশনি চাঁদ সে হোতি হ্যায়। সিতারোঁ সে নেহি।” এই শায়েরী মমতার অত্যন্ত প্রিয় দীর্ঘ দিন ধরেই। বহু জনসভা থেকেই বিভিন্ন প্রসঙ্গে এই শায়রীর উল্লেখ করে থাকেন মমতা। জনপ্রিয় এই শায়েরীর লাইন এবং শব্দ বন্ধ একটু বদলে দিয়েই তৃণমূলের প্রতি বাংলার মানুষের ভালবাসার কথা বোঝানোর জন্য ব্যবহার করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
তিনি লিখেছেন, “তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বৃহত্তর পরিবারের সকলকে। দু দশকের বেশি সময় ধরে প্রত্যেক প্রতিবাদে, প্রত্যেক বিজয়ে, প্রত্যেক চ্যালেঞ্জে, আমার এটা দৃঢ় বিশ্বাস হয়েছে যে রাজনীতি ক্ষমতার ব্যাপার নয়, রাজনীতি হল সেবার বিষয়। আমরা এই মাইলস্টোনকে উদযাপন করছি। আমি তৃণমূলের প্রতিটি সৈনিককে অনুরোধ করছি সেই শপথ আবার নিন যে মানুষের জন্য লড়াই, আর মনে রাখবেন যে এই দলের আত্মা হল মা মাটি মানুষের হৃদয়ের মধ্যে প্রোথিত রয়েছে। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাতে গিয়ে মমতা লিখেছিলেন, মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। লিখেছেন মমতা। তিনি লিখেছেন, আমরা ২০২৪ সালকে বিদায় জানাতে চলেছি। আমার হৃদয় মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ। আমাদের শক্তির উৎস। এটা আপনাদের বিশ্বাস ও আস্থার জন্যই যাবতীয় নিপীড়ন ও শোষনের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে শক্তি যোগায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, “রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কুর্নিশ। তাঁরাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ,বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে। এই প্রার্থনা আমার।”