শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
ভারতের মাটিতে অন্যতম সেরা বিক্রিত স্কুটারগুলির মধ্যে একটি Honda Activa। বাজারে একাধিক সংস্থার স্কুটার থাকলেও Activa-র মাইলেজ, ডিজাইন সবসময় নজর কাড়ে ক্রেতাদের। প্রতিযোগিতায় টিকে থাকতে Activa-তে একাধিক আপডেট এনেছে Honda। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই New Honda Activa 7G ভারতের বাজারে লঞ্চ করতে পারে। Activa 6G রীতিমত বাজারের অনেকটাই দখল করে রয়েছে।
আর সেদিকে তাকিয়েই Activa 7G লঞ্চ করার পরিকল্পনা বলে জানা যাচ্ছে। যদিও Honda-র তরফে এখনও পর্যন্ত কোনও বার্তা এই বিষয়ে জানানো হয়নি। তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Honda Activa র নতুন এই স্কুটারের দাম বাজেট ফ্রেন্ডলি হবে একেবারে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, New Honda Activa 7G এর ডিজাইনে বড় আপডেট আনতে চলেছে সংস্থা। এমনকি একাধিক ফিচারও যুক্ত হতে পারে। যা খবর, বর্তমানে বাজারে থাকা Honda Activa-র থেকে 7G অনেকটাই স্লিক এবং কমপ্যাক্ট হবে বলে দাবি। নতুন হেডলাইট থেকে শুরু করে DRL, এবং reflect light সামনে থাকতে পারে বলে খবর। New Honda Activa 7G-র নীচে জায়গা অনেক বেশি থাকতে পারে। সিট তুলনামূলক অনেকটাই লম্বা হতে পারে। যাতে দুজনে আরাম করে বসতে পারা যায়।
New Honda Activa 7G-তে আরও শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর ইঞ্জিন দেওয়া থাকতে পারে। শোনা যাচ্ছে, নতুন এই স্কুটারে 109cc এর সিঙ্গল-সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন থাকতে পারে। যা কিনা 7.6bhp এবং 8.8Nm [পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। New Honda Activa 7G-তে স্টার্ট এবং স্টপ সুইচ থাকবে। এছাড়াও সাইলেন্ট স্টার্টর এবং ডুয়েল ফাংশন সুইচ থাকতে পারে। খবর অনুযায়ী নয়া Activa 7G স্কুটারটি এক লিটার পেট্রোলে 50-55km পর্যন্ত ছুটতে পারে। বর্তমানে বাজারে থাকা স্কুটারটির রেঞ্জ মাত্র ৪৫ থেকে ৫০ kmpl পর্যন্ত।
Honda Activa 7G এর সঙ্গে জোর টক্কর হবে Jupiter 110 স্কুটারটির। এতে নতুন 113.3cc এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এতে fuel injection technology দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এই ইঞ্জিন 5.9kw পাওয়ার এবং 9.8 NM পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে।