টোটোয় রুগী নিয়ে যাওয়ার আছিলায় চোলাই মদ পাচারের চেষ্টা বানচাল করে দিল আবগারি দপ্তর। প্রায় ৫ লক্ষ টাকার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে কালীপুজোর রাতে একটি টোটোয় রুগী নিয়ে যাওয়ার আছিলায় চোলাই মদ পাচার করা হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে উলুবেড়িয়ার আবগারি ইন্সপেক্টর সুমিলন ভট্টাচার্য্যের নেতৃত্বে আবগারি কর্মীরা উলুবেড়িয়া গরুহাটা মোড়ে টোটোটিকে আটক করে।
পরে টোটো থেকে উদ্ধার হয় বিপুল পরিমানে চোলাই মদ। পরে টোটোয় চোলাই মদ পাচারের অভিযোগে হীরাপুরের দক্ষিন রামচন্দ্রপুরের বাসিন্দা সাগর মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে আবগারি দপ্তর।