ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের অন্তর্গত সন্দাপাড়া অঞ্চলের ঝিনাসোল প্রাথমিক বিদ্যালয় থেকে রাঙ্গামেটিয়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার প্লাস্টিক রোড তৈরির কাজ শুরু হয়েছে।
ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল জানান ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম বেলপাহাড়ি থানার সন্দাপাড়া অঞ্চলের দুই কিলোমিটার রাস্তাটি প্লাস্টিক রোড হিসেবে তৈরি করা হচ্ছে। ওই রাস্তা তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে ফেলে দেওয়া প্লাস্টিক গুলিকে একসঙ্গে পেস্ট করে দেওয়া প্লাস্টিক, যা বর্জ্য পদার্থ হিসেবে পরিচিত।
এর ফলে ওই রাস্তা বেশিদিন টেকসই থাকবে এবং রাস্তার গুনগত মান ভালো হবে ।রাস্তা টি দীর্ঘদিন ভালো থাকবে। সেই জন্য ঝাড়গ্রাম জেলার ওই প্লাস্টিক রোড টি তৈরি করার জন্য খরচ হবে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। তাই বৃহস্পতিবার প্লাস্টিক রোড রাস্তা টি তেরির কাজ দেখার জন্য ওই এলাকার বাসিন্দারা সামিল হয়ে ছিলেন।
কিভাবে বর্জ্য পদার্থ দিয়ে রাস্তা তৈরি করা যায় তা দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়েছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই রাস্তাটি তৈরি করার কাজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।