পাশে রাজ্য সরকার, সরকারি বরাদ্দকৃত অর্থে কেএমডিএ’র তত্বাবধানে হাওড়ার পদ্মপুকুর এলাকায় চলছে পাইপলাইন প্রতিস্থাপনের কাজ। সৈকত চৌধুরীর নেতৃত্বে সেই কাজ বৃহস্পতিবার পরিদর্শন করেন পুর আধিকারিকরা।
এই কাজ সরোজমিন করতেই এদিন সকালে পদ্মপুকুর এলাকায় যান হাওড়া পুরসভার জল সরবরাহ বিভাগের প্রধান দায়িত্বে থাকা উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী সহ পুর আধিকারিকরা। এই বিষয়ে সৈকত চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার সকালে হাওড়ার পদ্মপুকুর জলপ্রকল্প এলাকায় যেখানে নতুন পাইপলাইন পাতার কাজ চলছে সেই এলাকা আমরা পরিদর্শন করেছি। হাওড়া পুরসভার পদ্মপুকুর জলপ্রকল্প এলাকার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিক সহ ওই কাজের দায়িত্বে থাকা সমস্ত কর্মীরা এদিন উপস্থিত ছিলেন।
পুরসভার জলের দপ্তরের তরফ থেকে এদিন এই পরিদর্শন করা হয়েছে। মূলত এই জল বি গার্ডেনের ইনটেক প্ল্যান্ট থেকে পদ্মপুকুরে নিয়ে এসে সেখান থেকে পরিশ্রুত হওয়ার পর তা গোটা হাওড়ায় সরবরাহ করা হয়। মুল যে ডিস্ট্রিবিউশন পাইপলাইন রয়েছে ১৫৭৫ ডায়ামিটারের, সেই পাইপলাইনের অনেকাংশই দীর্ঘ কয়েক বছরে খারাপ হয়ে যাওয়ায় তার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে।
এ কারণে আমরা কেএমডিএ’র কাছে একটি প্রস্তাব দিয়েছিলাম। পুর দপ্তরের কাছেও আমরা আবেদন জানিয়েছিলাম যাতে এই পাইপ লাইনটির দ্রুত সংস্কার করা হয়। কারণ এই পাইপলাইন লিকেজ হয়ে গেলে সেক্ষেত্রে গোটা হাওড়া শহরে জল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। হাওড়া পুরসভার আবেদন পেয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবং পুর দপ্তরের পক্ষ থেকে সেই কাজের দায়িত্ব কেএমডিএ’কে দেওয়া হয়েছে।
সেই কাজ ইতিমধ্যেই কেএমডিএ শুরু করেছে। প্রায় দেড় কোটি টাকা দিয়ে পাইপলাইনের কিছুটা অংশ পরিবর্তন করা হচ্ছে। বাকি আড়াই কোটি টাকা দিয়ে নতুন পাইপলাইন প্রতিস্থাপন করা হচ্ছে। নতুন যেখানে পাইপলাইন পাতা হচ্ছে সেই জায়গাটি বৃহস্পতিবার সকালে আমরা পরিদর্শন করেছি।’