কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন। নন্দীগ্রাম।
২০১১ সালের ১৩ মে সিপিএমের ৩৪ বছরের জমানা শেষ করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। কিন্তু সেই নির্বাচনে মমতার তৃনমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় বহু বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার অভিযোগ উঠেছিল।
আজ রাজ্য জুড়ে যখন তৃণমূল ১৪ বছরের শাসনকাল উদযাপন করছে, সেই সময় একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
২০২১ সালের ২রা মে নির্বাচনের ফলাফল ঘোষনা হওয়ার পর, নন্দীগ্রাম বিধানসভায় মমতার পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য তৃণমূল আশ্রিত সমাজবিরোধীদের বিরুদ্ধে নন্দীগ্রামের বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে।
২০২১ এর ৩রা মে নন্দীগ্রাম বিধানসভার চিল্লগ্রামের বিজেপির সক্রিয় কর্মী দেবব্রত মাইতি তৃণমূলের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন বলে অভিযোগ। ১৩ই মে আজকের দিনেই হাসপাতালে তিনি মারা যান। আজ নন্দীগ্রামের দেবব্রত মাইতির মৃত্যু দিবসের চতুর্থ বর্ষপূর্তিতে আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ইসকনের রাধারমন দাসকে নিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার দিঘার জগন্নাথ মন্দিরের পূজার্চনা নিয়ে সেই রাধারমন দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
তিনি বলেন, "রাহুল যাদবের সঙ্গে ইসকনের কি সম্পর্ক? জয়পতাকা স্বামী মহারাজ তো পরিষ্কার বলে দিয়েছেন, আমাদের পুজো করতে বলেছিল, আমরা বৈষ্ণব রীতিতে পূজো করেছি। অর্থের ব্যাপারে ইসকন নেই। রাহুল যাদবের মুখে ঝামা ঘষে দিয়েছে। ওর নাম রাধারমন নয়, রাহুল যাদব। ওর সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই।"
দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। সেখানে রাজেশ দ্বৈতপতি বলে যাকে আনা হয়েছিল, তিনি পুরী থেকে কাঠ নিয়ে এসেছেন বলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। ইতিমধ্যেই তাকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “দীঘা তো মন্দির নয়, এটা কালচারাল সেন্টার। আর আরও পরিষ্কার করে দিয়েছেন, জগৎগুরু শংকরাচার্য। আর যিনি বলেছিলেন, আমি পুরী থেকে নিমকাঠ এনে তৈরি করেছি, তিনি পুরীতে গিয়ে চোখ পাল্টি করে ধরা পড়ে ৩০ দিন সাসপেন্ড হয়ে গিয়েছেন।”