শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
সাশ্রয়ী মূল্যের গাড়ির কথা বললেই, Maruti Suzuki গাড়ির নাম উঠে আসে। হ্যাচব্যাক, সেডান বা এসইউভি, মারুতি সুজুকি তিনটি বিভাগেই আধিপত্য বিস্তার করেছে। আপনিও যদি মারুতি সুজুকি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজকের খবর গুরুত্বপূর্ণ।
Maruti Suzuki শীঘ্রই ভারতে Maruti Hustler গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।
একটি ছোট SUV। ভারতীয় বাজারে এই গাড়িটি লঞ্চ হওয়ার পরে, এটি সরাসরি টাটা পাঞ্চ SUV-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। Maruti Hustler ছোট কমপ্যাক্ট গাড়ি হওয়ায় ভারী যানবাহনের সাথে শহরের রাস্তায় চালানো বেশ সহজ হবে।
Maruti Hustler প্রতিটি ক্ষেত্রে একটি ভাল বিকল্প হতে চলেছে। গাড়িটি পেতে চলেছে ফ্রন্ট ডিজাইন, বক্সি লুক। গাড়িতে থাকবে একটি 660 cc 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এর সাথে আপনি একটি টার্বোচার্জার ইঞ্জিনও পাচ্ছেন। এই গাড়িটি শহরের বাসিন্দাদের জন্য একটি দুর্দান্ত বিকল্প।