সুমন তরফদার। কলকাতা সারাদিন।
গণধর্ষণ নয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে একাই ধর্ষণ করেছিল ধৃত সঞ্জয় রাই। তদন্তভার হাতে নেওয়ার ৫৬ দিনের মাথায় চার্জশিট পেশ করে জানালো সিবিআই।
আরজি কর কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে ধৃত সঞ্জয় রাই একাই মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
পুজোর মুখে আরজি কর কাণ্ডে প্রাথমিক চার্জশিট পেশ করল সিবিআই। ২১৩ পাতার চার্জশিটে রয়েছে ২০০ জন সাক্ষীর বয়ান।
চার্জশিটে সঞ্জয় রাই খুন ও ধর্ষণ করেছে বলে উল্লেখ করা হয়েছে। সে একাই এই কাজ করেছে বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। সঙ্গে তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ আনা হয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে।
সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক।
পরে সাপ্লিমেন্টরি চার্জশিটে এই ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ভূমিকা আরও স্পষ্ট করা হবে বলে সূত্রের খবর।