সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় এবার বিহার থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ ফুলবাবু। বিহারের সমস্তিপুর থেকে তাকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছে পুলিশ। এই নিয়ে কসবায় কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সমস্তিপুরের বাসিন্দা ফুলবাবু কসবার গুলসন কলোনির বাসিন্দা ছিল। তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত গুলজার এবং বিহারের দুষ্কতী গ্যাংয়ের মধ্যে সংযোগকারীর কাজ করেছিল সে। তার মাধ্যমেই বিহারের দুষ্কৃতী গ্যাংয়ের হাতে খুনের সুপারির টাকা পৌঁছে দিয়েছিল গুলজার।
এ দিনই ফুলবাবু নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে বিহারের স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার অনুমতি চায় পুলিশ। ধৃতকে কলকাতায় নিয়ে এসে ধৃত গুলজারের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। কারণ ভুল তথ্য দিয়ে গুলজার বার বার তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ।
গত শুক্রবার কসবায় নিজের বাড়ির সামনেই কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলা চালায় এক দুষ্কৃতী। যদিও বন্দুক থেকে গুলি না বেরনোয় বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থল থেকেই হামলাকারী বিহারের এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। এর পর এক ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার মূল চক্রী হিসেবে উঠে আসে গুলজারের নাম। পূর্ব বর্ধমানের গলসি থেকে গুলজারকে গ্রেফতার করে পুলিশ।