রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
টলিপাড়ায় তাঁর ফ্যাশন বরাবরই চর্চায় থাকে। বয়স যেন বেড়েও বাড়েনা। তিনি অভিনেত্রী মনামী ঘোষ।
মনামী ঘোষ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে৷ সেই মনামী ঘোষের ইনস্টাগ্রামের আনাচেকানাচে নজর রাখলেই ধরা পড়বে গ্ল্যামারের ছবি৷
মনামী ঘোষের বাংলা ছবির জগতে অনেকদিন হয়ে গেল৷ কয়েকবছরের মধ্যে যেন হু-হু করে বেড়ে গিয়েছে মনামীর সোশ্যাল মিডিয়া ফলোয়ার৷
সামনের সপ্তাহেই ক্রিসমাস। বড়দিন উপলক্ষে সেজে উঠছে চারপাশ। তারকারাও শীত উপভোগ করতে ব্যস্ত। তাঁর মাঝেই অভিনেত্রী মনামী ঘোষকে দেখলে এই শীতেও পারদ ক্রমশ চড়ছে। যতই বছর পার হোক না কেন, মনামীর সৌন্দর্য বাড়ছে বৈকি কমছে না।
সবসময়ই অন্যদের থেকে মনামির স্টাইল স্টেটমেন্ট একেবারেই আলাদা। বয়স যেন থমকে গিয়েছে মনামির কাছে। ৪০-এর ওপর বয়স হলেও তা দেখে বোঝার জো নেই। সম্প্রতি মনামী কিছু ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।
তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঠাট্টা করতে শুরু করে৷ কিন্তু তা নিয়ে বিশেষ পাত্তা দিতে চাননি মনামী৷ বরং সেই পোশাককে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করার বিষয় দেখিয়েছেন তিনি৷
আজও সমাজ মাধ্যমে যে পোস্ট দিলেন, তাতে দেখা গেল একদম সানটা ক্লজ সেজে তিনি ধরা দিলেন। লাল রঙের আগুন পোশাকে অভিনেত্রীকে দেখা গেল। লাল রঙের স্লিট স্কার্ট পরে তিনি যে দৃষ্টিতে তাকালেন তাতে ঘুম উড়বে বেশিরভাগের। যদিও না এবার প্রথম নয় যে তিনি লাল রঙের পোশাক পরেছেন। কিন্তু, তাঁর জন্য যে আর্লি ক্রিসমাস, সেকথা না বললেই নয়।
লাস্যময়ী অভিনেত্রী নিজের ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করে লিখলেন… “ক্রিসমাস আসলে বাহানা লাল পড়ার।”
কিন্তু এর আগেও অভিনেত্রী লাল রঙের পোশাক পড়ে তাক লাগিয়েছেন। এমনিও তিনি সমাজ মাধ্যমে ছবি পোস্ট করলেই তাঁকে বেশিরভাগ মানুষ বাহবা দেন। যেভাবে নিজেকে মেন্টেন করেন মনামী, তাক লাগিয়ে দেন সকলে। এর আগেও লাল রঙের শাড়িতে দারুণ তাক লাগিয়েছেন তিনি।
এর আগে চটের জামা পরে কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। তারপর সাম্প্রতিক সময়ে বিকিনি পরেও তাঁকে নেটপাড়ার কুমন্তব্যের শিকার হতে হয়।
বিকিনিতে দেখা গিয়েছে, নায়িকা সবুজ রঙের মনোকিনি পরে পুলের জলে রিল্যাক্স করছেন। চুল উঁচু করে বাঁধা, চোখে সানগ্লাস। স্যুইমিং পুলে মনামীকে দেখে পুরুষ হৃদয়ের ধুকপুকানি যে বাড়বে সেটা স্বাভাবিক।
তাঁর বোল্ড পোজ রীতিমতো আগুন ধরাচ্ছে। মনামী নিজেই এই ছবি পোস্ট করেছেন। আর সেটা দেখেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। মনামীর খোলা পিঠের আবেদন থেকে মুখ ফেরাতে পারবেন না।
মনামী তাঁর ব্যক্তিগত জীবনেও ভীষণভাবে খোলামেলা। কাজ করেন চুটিয়ে আবার সময় পেলেই বেড়িয়ে পড়েন ঘুরতে। তাঁর পায়ের তলায় সর্ষে।
কখনও ‘টাপা টিনি’র ছন্দে নেচে মন জয় করে নেন, কখনও আবার মৌ বউদি হয়ে মোহাচ্ছন্ন করে দেন। মিউজিক ভিডিওর কাজও চালিয়ে যাচ্ছেন সমানতালে। আর তার মাঝে যেটুকু সময় পায়, ব্যাগপত্তর নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন।
Styling a high neck corset top with a matching skirt, the actor completed her look with minimal makeup and dainty jewellery