রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
কোচবিহারের মেয়ে মৌনি রায়। বিনোদন জগত ১৭ বছরের সফর পার করে ফেলেছেন এই বাঙালি কন্য়ে। অক্ষয় কুমারের নায়িকা, স্ক্রিন শেয়ার করেছেন রণবীর-আলিয়াদের সঙ্গে, ছোটপর্দার অন্যতম হিট নায়িকা। তিনি একতা কাপুরের অরিজিন্যাল নাগিন!
তাঁর অনুরাগীর সংখ্য়া তাক লাগায়। সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারস বিকিনিতে আগুন ঝরান তিনি। অথচ কেরিয়ারের শুরুতে মোটেই এমন দেখতে ছিলেন না মৌনি।
নিজেকে বদলেছেন, গ্রুম করেছেন। তাঁর বিরুদ্ধে প্লাস্টিক সার্জারির অভিযোগও রয়েছেন। অনেকেই প্লাস্টিক-সুন্দরী বলেও মৌনিকে কটাক্ষ করে থাকেন। দীর্ঘ কেরিয়ারে মৌনিকে কম স্ট্রাগলের মুখে পড়তে হয়নি। রিজেকশন সহ্য করেছেন, শরীর নিয়ে কটাক্ষ হজম করেছেন। তবে ভেঙে পড়েননি।
মৌনি যখন টেলিভিশন ছাড়েন, তখন হিন্দি টেলিভিশনের হাইয়েস্ট পেইড নায়িকা ছিলেন তিনি। নিশ্চিত মাস মাইনে ভুলে অনিশ্চয়তার পথে হাঁটা সহজ ছিল না।
মৌনি বলন, ‘টেলিভিশন আমাকে সবকিছু দিয়েছে। আমি আজ যা কিছু পেয়েছি, সবটাই টেলিভিশনের জন্য। আমি এর জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। যখন সিদ্ধান্ত নিলাম সিনেমা করব, ভাবলাম, এখন না হলে আর কবে?’ অক্ষয়ের গোল্ডে বাঙালি কন্যের চরিত্রেই অভিনয় করেছিলেন মৌনি।
সৌন্দর্য নিয়ে মৌনির মত অবাক করা। মৌনি বলেন, ‘আমরা বন্ধুরা জানে, তবে আমি প্রকাশ্যে প্রথমবার বলছি, আমি নিজেকে সুন্দরী মনে করি না, মনে হয় না আমি খুব আকর্ষক দেখতে। এমন নয় আমি নিজেকে ছোট করছি, দীর্ঘ সময় ধরে আমার এটা বিশ্বাস। আমি নিজের সবচেয়ে বড় সমালোচক। আধ্যাত্মিকতা আমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছি। যা আমাকে সাহায্য করেছে’।
অভিনেত্রী যে পোশাকই পরেন না কেন সেখানেই তাঁকে দারুণ সুন্দর দেখতে লাগে।
বঙ্গতনয়া মৌনীর রূপে বরাবরই মুগ্ধ হয়ে থাকেন আট থেকে আশির অনুগামীরা।
বলিউডের সুন্দরী ও স্টাইলিশ অভিনেত্রীদের মধ্যে বাঙালি কন্যা মৌনী রায় একজন।
সম্প্রতি সুন্দরী এই নায়িকাকে দেখা গিয়েছে মুম্বইয়ের এক ফ্যাশন ইভেন্টে। আর সেখানেই তাঁকে দেখে চমকে উঠেছেন সকলে। বয়স যেন দিন দিন কমেই চলেছে মৌনির। সেই সঙ্গে ত্বক হয়ে উঠছে মোমের মতো নিখুঁত মসৃণ।
মৌনিকে এই ইভেন্টে দেখে যে কারও বার্বি পুতুলের কথা মনে হতেই পারে। ঠিক সে রকমই তন্বী তিনি, সাজেও ছিল বার্বির সিগনেচার ব্লাশ পিঙ্কের ছোঁয়া। ডিপনেক ব্যাকলেস পোশাকেও সেই রঙ, প্রসাধনেও গোলাপির ছোঁয়া।
উন্মুক্ত বক্ষবিভাজিকায় ঠিক যেন তাঁর চাঁদের আলো, মনে হতেই পারে রং নিজে লজ্জায় গোলাপি হয়েছে মৌনির সাজে।
ছবিতে মৌনি তার টোনড এবং কার্ভি ফিগারকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। মৌনির ছবি কমেন্ট করে এক ব্যবহারকারী লিখেছেন- তুমি অপ্সরার মতো সুন্দর। একই সময়ে, কেউ কেউ উর্ফি জাভেদের সঙ্গে তাঁর লুকের তুলনাও করছেন।
তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বরাবরই কথা হয়, ফলে, তিনি জানেন কোন সাজে ছড়িয়ে দেওয়া যায় উষ্ণতা, পোশাক এবং আনুষঙ্গিক নিয়ে পুরোপুরি আত্মপ্রত্যয়ী তিনি। পাশাপাশি, অভিনয়ে দক্ষতার কথাও না বললেই নয়।