রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বলিউডে আত্মপ্রকাশ করেছেন খুব বেশিদিন নয়। কিন্তু তার মধ্যেই দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক ফ্যান ফলোয়ার তাঁর।
অথচ বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির হিসেবে সম্পূর্ণ বহিরাগত তিনি। তা সত্বেও এমন বিপুল সংখ্যক ফ্যান ফলোয়ার থাকা খুব একটা সহজ কথা নয়।
তবে এর পিছনে রয়েছে অবশ্যই তার জিমটোন ফিগারে একের পর এক লাস্যময়ী ফটোশুট।
তিনি রাধিকা। না মুকেশ আম্বানির পরিবারের পুত্রবধূ রাধিকা মার্চেন্ট নন। ইনি বলিউড অভিনেত্রী রাধিকা শেঠ।
বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ কল মাই এজেন্ট দিয়ে।
কিন্তু একজন বহিরাগত হওয়ার নিজস্ব কিছু অতিরিক্ত বাধা রয়েছে যেগুলো একজন নবাগতকে অভিনয় শিল্পে স্থান পাওয়ার আগে অতিক্রম করতে হবে। আর রাধিকাও নিয়মের ব্যতিক্রম নয়। একজন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে, দিল্লির মেয়েটি মাত্র 18 বছর বয়সে তার বেস মুম্বাইতে স্থানান্তরিত করেছিল৷
“আমি সচেতনভাবে 14-15 বছর বয়সে একজন অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ কিন্তু দিল্লি থেকে এসে আমি আক্ষরিক অর্থেই মুম্বাইতে কাউকে চিনতাম না, বলিউডে আমার পথ চলা সহজ ছিল না এবং কোনো না কোনো কারণে অডিশনে প্রত্যাখ্যাত হওয়াটাও একধরনের রোজকার ঘটনায় পরিণত হয়েছিল। ”
অডিশনের কঠোরতার মধ্য দিয়ে যাওয়ার পাশাপাশি, রাধিকা তার দক্ষতা বাড়াতে অভিনয়ের ক্লাসও নিয়েছিলেন। “আমি মুম্বাইতে আসার পর থেকেই অভিনয় কর্মশালায় যোগ দিতে শুরু করি। আমি দক্ষ শিক্ষকের অধীনে প্রশিক্ষণও নিয়েছি এবং গত 2-3 বছর ধরে রিতেশ কান্তের অধীনে প্রশিক্ষণ নিচ্ছি,” তিনি যোগ করেন।
Palak Tiwari : খোলামেলা বিকিনিতে শুধুই শরীরী মাদকতা, এই বলিউড সুন্দরীর প্রেমেই নাকি মজেছেন সইফপুত্র
Radhika Seth is an Indian actress, Model, Art Director and Social Media Influencer. She has acted in My Agent Bollywood (2021) and Muffin (2014) movies. She has more than 1 Million Followers on Instagram. She was born on 6 November 1996 in New Delhi, India. Her Favourite actress is Deepika Padukone and her Favourite Destination is Maldives.
তবে সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা অথবা বলিউডে একের পর এক নতুন প্রজেক্টে বহিরাগত হওয়া সত্ত্বেও চান্স পাওয়ার পিছনে অবশ্যই রয়েছে জিমে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরিয়ে পাওয়া রাধিকার পারফেক্ট বিকিনি ফিগার।
সাহসী চরিত্রে অভিনয় অথবা সাহসী পোশাকে শরীরী প্রদর্শনের ক্ষেত্রে কোন রকম বাছবিচার নেতা রাধিকা শেঠের।
Radhika brings the much-needed oomph factor in her hot tiny bikini as shestrikes a sexy pose.