প্রতিবছরের মতো এ-বছরও বাংলা জুড়ে দুর্গাপুজোর স্বীকৃতি জানাতে দেওয়া হবে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’। বুধবার কলকাতার অবনীন্দ্র সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ তথ্য সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু ও অন্য আধিকারীকরা স্পষ্ট করে দিলেন কতগুলি বিভাগে এই শারদ সম্মান কলকাতা ও জেলার পুজোর ক্ষেত্রে দেওয়া হবে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন ও অফলাইনে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য কলকাতার তথ্যকেন্দ্রে আবেদনপত্র পাওয়া যাবে এবং ওই সময়ের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলা মহকুমা তথ্য আধিকারিকের দফতর থেকে এই আবেদনপত্র পাওয়া যাবে এবং সেখানে জমা করতে হবে।
কলকাতা ছাড়া ২২টি জেলার পুজো কমিটিকে যে-সকল বিষয়ে বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৪ দেওয়া হবে সেগুলি হল— সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা।
কলকাতা ও তার সংলগ্ন পৌরসংস্থা, দক্ষিণ দমদম পুরসভা, বরাহনগর পৌরসভা, বিধাননগর পৌরসভা এলাকায় যেসব বিভাগে শারদ সম্মান দেওয়া হবে সেগুলি হল— সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবন্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা।
২০১৩ সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার দেওয়া শুরু করে। এদিন বিশ্ববাংলা শারদ সম্মানের একটি ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।