ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।
সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজেসহ তিন জনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান ও অন্যান্য সংগঠনের সাংবাদিকবৃন্দ। তাদের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও মানববন্ধনে অংশ নেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা।
এতে সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন সংবাদ কর্মীরা।
মানববন্ধনে সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজেসহ তিন জনের ওপর ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তারের জোর দাবি জানান। পাশাপাশি বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে লেখনীর কারণে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ খুন হওয়া সকল সাংবাদিকদের খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আহবান করেন। এছাড়া এখন টেলিভিশনেন চট্রগ্রাম ব্যুরো প্রধানসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহবান জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করার প্রত্যাশাও করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশানের আহবায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ.ম সাজু, একাত্তর টিভির ব্যুরো প্রধান রাশেদুল হক রুশো, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ, অন্যান্য গণমাধ্যমের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।