সুমন তরফদার। কলকাতা সারাদিন।
আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির আগে এবার নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী বদল হল। এতদিন নির্যাতিতার বাবা-মায়ের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যদিও এবার থেকে তাঁর পরিবর্তে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন মামলায় সওয়াল করা বৃন্দা গ্রোভার দেশের অন্যতম স্বনামধন্য আইনজীবী।
আইনজীবী বদলের এই খবর স্বীকার করে নিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার যা করণীয়, আমি করেছি। বাকিটা ওনাদের সিদ্ধান্ত। আর এই মামলায় সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে খুব বেশি কিছু করারও নেই। কারণ সিবিআই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনও প্রশ্নই তোলেনি। বিকাশরঞ্জন আরও জানিয়েছেন, নির্যাতিতার পরিবার দিল্লির আইনজীবী চেয়েছিলেন। সেই কারণেই তাঁরা অন্য আইনজীবী নিয়োগ করেছেন।
আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক শুনানি হয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে মামলার শুনানি। আগামী ৩০ সেপ্টেম্বর ফের শীর্ষ আদালতে শুনানির জন্য উঠবে এই মামলা।
এর আগের দিন সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন নির্যাতিতার বাবা-মায়ের দেওয়া সব তথ্য খতিয়ে দেখার জন্য সিবিআই-কে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। পাশাপাশি, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও একাধিক নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলায় রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল।
আইনজীবী বিকাশরঞ্জনের বক্তব্য, ”ওঁদের (নির্যাতিতার পরিবারের সদস্যদের) বোধ হয় কেউ মোটিভেট করছেন। তাঁদের হয়তো বোঝানো হচ্ছে যে, সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য দিল্লির কোনও আইনজীবী হলে ভাল হবে।” তিনি জানিয়েছেন, ওই তথ্য জানার পরে সংশ্লিষ্ট মামলা থেকে সরে এসেছেন। আইনজীবীর কথায়, ”আমার কোনও ‘স্টেক’ নেই এখানে।”