সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
সামনেই প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবসে সামরিক বাহিনীর অর্থাৎ পুলিশের মহড়ার জন্যে শহরের বেশ কয়েকটি রাস্তায় কয়েক ঘণ্টার জন্যে সাধারণ গাড়ি এবং ভারী মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
জানুয়ারির ১৬,১৭,১৮, ২০ ও ২২ শে বিকেল ৪টে থেকে রাত ৯ টা অবধি এই নিয়ম জারি থাকবে। সাধারন মানুষের রাস্তায় চলাচলে ও শহরতলীর রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয় সেই কারণে এই নির্দেশিকা জারি করেছে ট্র্যাফিক পুলিশ।
কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনগুলিতে ময়দান ও সংলগ্ন বেশ কিছু রাস্তায় বিকেল ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
উল্লেখ্য, হাসপাতাল রোড সহ পূর্ব দিকের রাস্তা ও পশ্চিম দিকের রাস্তা, লাভার্স লেন, কুইন্সওয়ে, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, পলাশী গেট রোড, খিদিরপুর রোড, রেড রোড, আর আর অ্যাভিনিউ ও কিংসওয়ে রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সামরিক বাহিনী প্যারেড মহড়ার যাত্রার সময় সেন্ট জজেন্স গেট রোড, স্ট্যান্ড রোড এবং যে রোডে প্যারেড যাত্রা চলবে সেই রাস্তায় প্যারেড চলাকালীন কোনো পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবেনা। বিবাদী বাগ সংলগ্ন রোডের অফিসগামী গাড়িগুলিকে সেই নির্ধারিত সময় অন্য রাস্তা দিয়ে যেতে হবে।
ওই রোডের গাড়িগুলিকে আলিপুর রোড, বেলভেদেরার রোড ও জিরুট ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। হরিশ মুখার্জি রোডের পাশে ক্যাথিড্রাল রোড, জে এল নেহেরু রোড, মেয়ো রোড ধরে কোনো গাড়ি এগোতে পারবেনা সেই সময়। হাওড়ার দিক থেকে দক্ষিণ দিকে আসা গাড়িগুলিকে আর আর অ্যাভিনিউ, এসপ্লানেড, মেয়ো রোড, জে এল নেহেরু রোড, ডাফরিন রোড, গভর্নমেন্ট প্লেস (ইস্ট) সহ আরোও কয়েকটি রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
জনসাধারণের স্বার্থে বা জরুরী পরিস্থিতিতে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ যে কোনো রাস্তা খুলে দিতে পারে যান চলাচলের জন্যে।