ব্রেকিং
  • Home /
  • ভারত /
  • BSF Purnam Released : “মোদিজি আমার সিঁদুর রক্ষা করেছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ” ২২ দিন পর স্বামী পূর্ণমের ‘পাকমুক্তি’তে উচ্ছ্বসিত স্ত্রী-পরিবার

BSF Purnam Released : “মোদিজি আমার সিঁদুর রক্ষা করেছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ” ২২ দিন পর স্বামী পূর্ণমের ‘পাকমুক্তি’তে উচ্ছ্বসিত স্ত্রী-পরিবার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ভারত-পাক সংঘবিরতির পর প্রায় তিনদিনের মাথায় এল খবরটা। পাকিস্তানের হাত থেকে মুক্ত বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। দফায় দফায় ফ্ল্যাগ মিটিং, লাগাতার বৈঠক, কিন্তু কবে পাকিস্তানের হাত থেকে মুক্তি পাবেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ তা নিয়ে....

BSF Purnam Released : “মোদিজি আমার সিঁদুর রক্ষা করেছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ” ২২ দিন পর স্বামী পূর্ণমের ‘পাকমুক্তি’তে উচ্ছ্বসিত স্ত্রী-পরিবার

  • Home /
  • ভারত /
  • BSF Purnam Released : “মোদিজি আমার সিঁদুর রক্ষা করেছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ” ২২ দিন পর স্বামী পূর্ণমের ‘পাকমুক্তি’তে উচ্ছ্বসিত স্ত্রী-পরিবার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। ভারত-পাক সংঘবিরতির পর প্রায় তিনদিনের মাথায় এল খবরটা। পাকিস্তানের হাত থেকে মুক্ত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

ভারত-পাক সংঘবিরতির পর প্রায় তিনদিনের মাথায় এল খবরটা। পাকিস্তানের হাত থেকে মুক্ত বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম সাউ।
দফায় দফায় ফ্ল্যাগ মিটিং, লাগাতার বৈঠক, কিন্তু কবে পাকিস্তানের হাত থেকে মুক্তি পাবেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ তা নিয়ে ধোঁয়াশা কাটছিল না। কিছুদিন আগেই একেবারে পাঠানকোটে ছুটে গিয়েছেন স্ত্রী রজনী সাউ।
পহেলগাঁও হামলার পরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। পরবর্তীতে জানা যায়, ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি। তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময়। প্রথমদিকে তাঁর ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ পরিবারের সবাই। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা গ্রাস করেছিল তাঁদের। পূর্ণম আর কোনওদিন কি পাক সেনার হাত থেকে রেহাই পাবেন? সেই প্রশ্ন উদ্বেল করে তুলেছিল গোটা পরিবারকে। এই পরিস্থিতিতে রবিবার পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ জানান, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনিই আশ্বাস দিয়েছেন, একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। কার্যত সেই কথাই সত্যি হল। একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পর ২২ দিন পর, বুধবার পাক সেনার হাত থেকে মুক্তি পেলেন পূর্ণমকুমার সাউ।

তাঁর ভারতে ফেরার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন রজনী সাউকে। মুখ্যমন্ত্রী ফোনে রজনীকে বলেন, “আমি তো বলেছিলাম, আপনার স্বামী ফেরত আসবেন। যাক আজ সকালে হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ভালো হয়েছে। আমরাও আশা করেছিলাম। ভগবান আপনাদের ভালো রাখুক, আপনাদের সন্তানদের ভালো রাখুন।” তিনি আরও বলেন, “দেখুন আমি যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না। আমি বলেছিলাম, আপনার মন খারাপ হওয়ার কোনও কারণ নেই। উনি ভালো আছেন। আমি যখনই জানতে পেরেছি উনি ফিরেছেন, আপনাকে সঙ্গে সঙ্গে ফোন করেছি। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকল আমার ভাইয়ের জন্য।”
মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত রজনী ফোনের অন্য প্রান্ত থেকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একাধিকবার ফোন করেছেন। আমাদের আশ্বাস দিয়েছেন। বলেছিলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। সেটাই হয়েছে। আপনি পাশে ছিলেন। স্থানীয় চেয়ারম্যান সঙ্গে ছিলেন। আপনারা আমাদের খুব সাহায্য করেছেন।”
এরপরই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি। আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভালো থাকুক।”

বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ফোন আসে রজনীর কাছে। বিএসএফের তরফে জানানো হয় তাঁর স্বামী দেশে ফিরেছেন। রজনীর সঙ্গেও পূর্ণমের ভিডিয়ো কলে কথাও হয়। রজনী বলছেন, “ওর মুক্তির খবর জানায় বিএসএফ। বিএসএফের এক কর্তা ফোন করে জানান আপনার স্বামী ভারত এসে গিয়েছেন। কিন্তু কবে দিল্লি ফিরবেন তা বলেননি। তবে আমার সঙ্গে স্বামীর ভিডিয়ো কলে কথা হয়েছে। তখনই বলেছে অপেক্ষা করো। তিনটের সময় আবার ফোন করছি।” শারীরিকভাবে ভালই আছেন ওই জওয়ান। স্ত্রী বলছেন, “কিছুটা দুর্বল তো হবেই। তবে এমনি শারীরিকভাবে ঠিক আছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পূর্ণমের স্ত্রী রজনী। মোদীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমাদের উপর সরকার আছে, মোদীজি আছেন, তাই সবই সম্ভব। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর অপারেশন সিঁদুর করেছেন। যাঁরা স্বামী হারিয়েছেন তাঁদের হয়ে বদলা নিয়েছেন। এরইমধ্যে আবার আমার সিঁদুর রক্ষা করেছেন। তাই ওনাকে ধন্যবাদ জানাই।”
আলাদা করে ধন্যবাদ জানান বিএসএফ কর্তাদেরও। বলেন, “বিএসএফ কর্তারা ফোনে যোগাযোগ রেখেছিলেন। উনি কেমন আছেন সে সম্পর্কে জানতে পারলেই আমাদের জানাচ্ছিলেন। চিন্তা কম করতে বলেছিলেন। দ্রুত যে স্বামী ফিরে আসবে সে কথাও বলেছিলেন।” ধন্যবাদ জানান দেশবাসীকেও। বলেন, “সবার সাপোর্ট পেয়েছি, গোটা দেশ আমার পাশে দাঁড়িয়েছিল। সকলকে করজোড়ে ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই আজ আমার স্বামী ভারতে ফিরছে।”

আজকের খবর