ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Kolkata Drone Panic : কলকাতায় রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ছে ড্রোন! খবর পেতেই তদন্তে কলকাতা পুলিশ ও সেনাবাহিনী

Kolkata Drone Panic : কলকাতায় রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ছে ড্রোন! খবর পেতেই তদন্তে কলকাতা পুলিশ ও সেনাবাহিনী

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। কাশ্মীর বা রাজস্থানের মতো কলকাতাতেও আতঙ্ক ছড়ালো ড্রোন। কলকাতার আকাশে নাকি দেখা মিলেছে ঝাঁকে ঝাঁকে উড়ন্ত ড্রোনের। এমন খবর পেতেই জরুরি ভিত্তিতে তদন্তে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর ও সেনাবাহিনী। মঙ্গলবার মাঝরাতে মহেশতলা এবং বেহালার আকাশে....

Kolkata Drone Panic : কলকাতায় রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ছে ড্রোন! খবর পেতেই তদন্তে কলকাতা পুলিশ ও সেনাবাহিনী

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Kolkata Drone Panic : কলকাতায় রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ছে ড্রোন! খবর পেতেই তদন্তে কলকাতা পুলিশ ও সেনাবাহিনী

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। কাশ্মীর বা রাজস্থানের মতো কলকাতাতেও আতঙ্ক ছড়ালো ড্রোন। কলকাতার আকাশে নাকি দেখা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

কাশ্মীর বা রাজস্থানের মতো কলকাতাতেও আতঙ্ক ছড়ালো ড্রোন। কলকাতার আকাশে নাকি দেখা মিলেছে ঝাঁকে ঝাঁকে উড়ন্ত ড্রোনের। এমন খবর পেতেই জরুরি ভিত্তিতে তদন্তে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর ও সেনাবাহিনী।

মঙ্গলবার মাঝরাতে মহেশতলা এবং বেহালার আকাশে আলোর মতো কিছু রহস্যময় বস্তু দেখা যাওয়ায় শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই বস্তুগুলো কি আসলে ড্রোন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যে এলাকায় এই রহস্যময় আলো দেখা গেছে, তার আশপাশেই দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) এবং ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ সামরিক সংবেদনশীল এলাকা রয়েছে। বর্তমান ভারত-পাকিস্তান সংঘাতের উদ্বেগজনক পরিস্থিতিতে এই ড্রোনগুলির উপস্থিতি স্বাভাবিকভাবেই চরবৃত্তির আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশতলা ও বেহালার দিক থেকে পরপর সাতটি ড্রোনকে আসতে দেখা যায়। সেগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি করছিল, যেখানে দ্বিতীয় হুগলি সেতু এবং ফোর্ট উইলিয়ামের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে।

এরপর চারটি ড্রোন ময়দানের উপর দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে চলে যায়। সেখান থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে দেখা যায়। পরে পাঁচটি ড্রোন পার্ক সার্কাসের দিকে, অর্থাৎ পূর্ব কলকাতার দিকে উড়ে যায়। বাকি দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে চলে যায়।

 

রাতের আকাশে রহস্যময় আলো দেখেই কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিক লালবাজার কন্ট্রোল রুমে ফোন করেন। লালবাজার থেকে নির্দিষ্ট করে বেশ কিছু থানাকে বিষয়টি জানানো হয়। এরপর থানার আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন। রাতের দৃশ্যমানতা কম থাকায়, বস্তুগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে জানা গেছে, ড্রোনের গতিতেই বস্তুগুলো আকাশে ঘোরাফেরা করছিল এবং বহুতলের পিছন থেকে অদৃশ্য হয়ে যায়।

ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সূত্রে জানা গেছে, ফোর্ট উইলিয়ামের (বর্তমান নাম বিজয় দুর্গের) মধ্যে ড্রোন টার্গেট করা বা সেগুলোকে ট্র্যাক করার অত্যাধুনিক যন্ত্র রয়েছে। তবে, এখনও পর্যন্ত ফোর্ট উইলিয়ামের সেই আধুনিক ব্যবস্থার মধ্যে এই রহস্যময় ড্রোনের কোনো উপস্থিতি মেলেনি।

 

তবে সেনা সূত্রে এও খতিয়ে দেখা হচ্ছে যে, যদি সত্যিই ড্রোন উড়ে থাকে, তাহলে ঠিক কোন দিক দিয়ে তা প্রবেশ করেছে। কারণ গোটা বিষয়টি নিয়ে পূর্বাঞ্চলীয় সদর দফতরের সেনাকর্তারা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তবে ফোর্ট উইলিয়ামের তরফে কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মূলত কোন দিক থেকে বস্তুগুলো উড়ে এসেছিল এবং ঠিক কোন সময়ে দেখা গিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে, এই রহস্যময় বস্তুগুলো আদৌ ড্রোন নাকি অন্য কিছু। তবে, এই ঘটনা কলকাতার নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে প্রশ্ন তৈরি করেছে এবং এর উৎস ও উদ্দেশ্য জানতে কলকাতা পুলিশ ও ভারতীয় সেনা যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আজকের খবর