সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
আজ ২৮ আগস্ট। রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হওয়ার পাশাপাশি চলছে বিজেপির ডাকা 12 ঘন্টার ধর্মঘট।
তার মধ্যেই এবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিহত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দিলেন বিশেষ বার্তা। মঙ্গলবার আরজি করের ঘটনার সুবিচার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে নবান্ন অভিযান করে ‘ছাত্রসমাজ’।
আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে উৎসর্গ করছি আমাদের সেই বোনকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আর জি কর হাসপাতালে আমাদের সেই বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে, দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখ জ্ঞাপন করি। ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে তৃণমূল নেত্রী লেখেন, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন।”