শোভন গায়েন। কলকাতা সারাদিন।
ফের একবার কলকাতায় ধর্ষণের অভিযোগ। রাতে বান্ধবীকে ফ্ল্যাটে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যে গড়ফা থানায় অভিযোগকারিণী লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার দাবি, তাঁর সঙ্গে একসময় সম্পর্ক ছিল ওই ছাত্রের। মাঝে বিচ্ছেদ ঘটে। সম্প্রতি ফের সম্পর্ক দানা বাঁধে। নির্যাতিতার অভিযোগ, গত ২১ ডিসেম্বর তাঁকে গড়ফায় এক বন্ধুর ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত। সেখানে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধৃত যুবক কলকাতার এক নামি কলেজের ছাত্র বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত একাই ছিল নাকি, আরও কেউ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিযোগ অনুসারে ২১ ডিসেম্বর ঘটনা ঘটলেও সেই ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের করা হয় ৩১ ডিসেম্বর। গড়ফা থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার ১০ দিন পরে কেন অভিযোগ দায়ের করা হল, সেই নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ঘটনায় তরুণী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে অভিযোগ দায়ের করতে পারেননি বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, গত ২১ শে ডিসেম্বরের ঘটনার পর থেকে ওই নির্যাতিতা মানসিক ভাবে ভেঙে পড়েন। এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে অভিযোগ দায়ের করতে পারেননি ঘটনার পর পরেই। কিন্তু মঙ্গলবার স্থানীয় গড়ফা থানায় সাহস করে লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমে নির্যাতিতা তরুণী জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তাই অভিযোগ জানাতে দেরি হল। আশা করি বিচার মিলবে।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই তরুণীকে প্রথমে ফ্ল্যাটে ডাকে এবং মাদক খাইয়ে, অচেতন করে লাগাতার ধর্ষণ বলে অভিযোগ। ধৃত যুবক বাগুইআটির বাসিন্দা। শহরের একটি নামী প্রতিষ্ঠানের সে ছাত্র। অন্যদিকে নির্যাতিতাও এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। তাঁরা একই স্কুলে পড়াশোনা করেছেন। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে সম্পর্ক ছিল বলেও খবর। যদিও সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি ফের দুজনের দেখা হয়। এবং ফ্ল্যটে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এমন ঘটনার মুখোমুখি হতে হবে তা ভাবতেও পারেননি ওই তরুণী। অন্তত এমনটাই দাবি অভিযোগকারিনীর।
যদিও এতদিন পরে কেন অভিযোগ জানানো হলো সেই বিষয়টি নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। অভিযোগের সঙ্গে সঙ্গে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।