বেঙ্গল মিনস বিজনেস। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হোক অথবা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের জন্য অনুরোধ করতে গিয়ে বারে বারে এই স্লোগান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়েই যেন এবারে বাংলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বাড়তি আগ্রহ প্রকাশ করল কলকাতায় অবস্থিত ইতালিয়ান কনসুলেট।
ভারত এবং ইতালির মধ্যে সুপ্রাচীন কাল থেকে বাণিজ্যিক সম্পর্ক থাকলেও এই প্রথম কলকাতায় অনুষ্ঠিত হলো ইতালি ইন্ডিয়া বিজনেস মিট বা ইন্দো ইতালিয়ান বাণিজ্য সম্মেলন। যার অন্যতম উদ্যোক্তা ছিল কলকাতায় নিযুক্ত ইতালির কনসাল জেনারেল এবং ইপিসি ইন্ডিয়া অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল।
ইউরোপের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাতে দীর্ঘদিন ধরেই বড়সড় অবদান রয়েছে কলকাতা তথা পূর্ব ভারতের শিল্পপতিদের একাংশের। কলকাতায় অনুষ্ঠিত এই বাণিজ্য সম্মেলনে তাই এমন শিল্পপতিদের একটা বড় অংশ উপস্থিত ছিলেন খুব স্বাভাবিক ভাবেই। যেখানে বাঙালি শিল্পপতিতে যেতে পাশাপাশি বেশ কিছু ইতালিয়ান বাণিজ্য সংস্থা এবং ইতালিও শিল্পপতিও কলকাতায় বিনিয়োগের বিষয় বাড়তি আগ্রহ প্রকাশ করেন।
ইন্দো ইতালিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলেশান্দ্রো গিলানি বাংলায় নতুন নতুন শিল্পে বিনিয়োগের পরিবেশ প্রশস্ত হয়েছে বলে।এতালীয় শিল্পপতিরা বাড়তি আগ্রহ বোধ করছেন জানানোর পাশাপাশি বাড়তি উৎসাহ দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েক বছর ধরে ধীরে ধীরে গড়ে ওঠা কলকাতার লেদার কমপ্লেক্সের শিল্পতালুকে অত্যাধুনিক যে চর্মনগরী গড়ে উঠেছে সেখানে বিনিয়োগের বিষয়। তার বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানান ইইপিসি-র এক্সিকিউটিভ ডিরেক্টর রজত শ্রীবাস্তব।
বাংলা তথা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বেশ কিছু ইভেন্ট ঘোষণা করেছেন ইন্দো ইতালিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলেশান্দ্রো গিলানি। তিনি জানান জলদি জুন মাসেই ইতালির মিলানে অনুষ্ঠিত হবে নমস্তে ইন্ডিয়া। যেখানে ভারতীয় বিনিয়োগকারীদের সঙ্গে ইতালির শিল্পপতিদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন লাইফ স্টাইল ব্র্যান্ড এবং হস্তশিল্পের প্রদর্শনী হবে ইতালিতে।
আগামী সেপ্টেম্বরে মুম্বাইতে অনুষ্ঠিত হবে ইতালিয়ান টেক ইন ইন্ডিয়া। যেখানে ইতালির বিভিন্ন মেনুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে পারস্পরিক বার্তা আদান-প্রদানের ব্যবস্থা করা হবে। এরপরে আগামী নভেম্বর মাসে ভারতেই আয়োজিত হবে ফেস্তা ইতালিয়ানা। যেখানে ফ্যাশন ফার্নিচার ডিজাইন এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত ইতালির বিভিন্ন বিখ্যাত সংস্থাগুলির পণ্য বা মেড ইন ইতালি ব্র্যান্ড প্রমোট করা হবে ভারতের বাজারে।
প্রসঙ্গত, ইন্দো ইতালিয়ান চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বারে বারে তুলে ধরা হয় আশিয়ান দেশগুলি অর্থাৎ নেপাল ভুটান বাংলাদেশ এই দেশগুলিতে বাণিজ্যের জন্য মূল বাণিজ্যিক গেটওয়ে কলকাতা। তাই কলকাতায় বিনিয়োগা বাড়ালে আশিয়ান দেশগুলিতে তার প্রভাব পড়বে অনেকখানি। পরিসংখ্যান বলে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিরিখে ইতালি রয়েছে ১৯ নম্বরে যেখানে ইতালিতে বিনিয়োগের ক্ষেত্রে এশিয়ান দেশগুলির মধ্যে চীনের পরেই রয়েছে ভারত। আবার ভারতে বিনিয়োগকারী বা ভারতের সঙ্গে বাণিজ্যের নিরিখে ইউরোপিয়ান দেশগুলির মধ্যে জার্মানি এবং বেলজিয়ামের পরেই তৃতীয় স্থানে রয়েছে ইতালি। যেখানে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারত ও এ তালির মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ১৪ বিলিয়ন ইউরোর বেশি।