সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বিজেপি ছেড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
রবিবার সকালে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্র এলাকার বেলুড়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি কৈলাশ মিশ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বালি ব্লকের তৃণমূল সভাপতি সীতানাথ গাঙ্গুলি, তৃণমূল নেতা তফজিল আহমেদ, রিওয়াজ আহমেদ, বালি ব্লকের যুব সভাপতি সুরজিৎ চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ।